হোম > শিক্ষা > ক্যাম্পাস

সি বিল্ডিংয়ে এআইইউবির লাইব্রেরি

মমতাজ জাহান মম

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে কমলালেবুর মতো বড় যে গোল বিল্ডিংটি দেখা যায়, তার নাম সি বিল্ডিং। এখানেই রয়েছে চোখধাঁধানো এক লাইব্রেরি। এ বিল্ডিংয়ে প্রবেশের পর প্রথমে চোখ পড়বে ইতালীয় রেনেসাঁ যুগের চিত্রশিল্পী রাফায়েলের চিত্র ‘দ্য স্কুল অব এথেন্স’। এ বিল্ডিংয়ের ওপর থেকে মাঝ বরাবর রোদের আলো এসে পড়ে এই চিত্রের ওপর। সব মিলিয়ে অপূর্ব আলোয় ঝলমল করে পুরো লাইব্রেরিটি।

পড়াশোনা, নোটস, অ্যাসাইনমেন্ট, লেখালেখি ও বই পড়ার বাইরেও শিক্ষার্থীদের গ্রুপ স্টাডির জন্য লাইব্রেরির ওপরে রয়েছে আরেকটি কক্ষ। সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত এই লাইব্রেরি খোলা থাকে। শিক্ষার্থীদের ভিড়ে দুপুর ১২টার পর থেকে লাইব্রেরিতে জায়গা পাওয়া দায়। বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থী পড়াশোনা করেন এ লাইব্রেরিতে বসে।

লাইব্রেরিতে কী রয়েছে

পত্রিকা কর্নার: লাইব্রেরিতে ইংরেজি ও বাংলা ভাষার দৈনিক পত্রিকা পাওয়া যায়। সকাল সকাল লাইব্রেরিতে গিয়ে শিক্ষার্থীদের যে কেউ এখানে দৈনিক পত্রিকাগুলো পড়তে পারবেন।

মুক্তিযুদ্ধ কর্নার: লাইব্রেরিটিতে ঢুকতেই এর সম্মুখভাগে রয়েছে মুক্তিযুদ্ধ কর্নার। এই কর্নারে মুক্তিযুদ্ধভিত্তিক বই ও মুক্তিযুদ্ধভিত্তিক ম্যাগাজিন পাওয়া যায়।

সাহিত্য কর্নার: এখানে রয়েছে বাংলা ও ইংরেজি সাহিত্যের বিশাল সংগ্রহ। বাংলা ও ইংরেজি ভাষার প্রচুর ধ্রুপদি উপন্যাসের সংগ্রহ রয়েছে এখানে। এ ছাড়া রয়েছে পদার্থ ও রসায়নবিজ্ঞান, অর্থনীতি, পরিসংখ্যান কিংবা মনোবিজ্ঞানসহ প্রায় সব বিভাগের বই।

বই সংগ্রহ

লাইব্রেরিতে প্রয়োজনীয় বই অনুসন্ধানের জন্য রয়েছে ডিজিটাল ও অ্যানালগ দুটি ক্যাটালগ সিস্টেম। কম্পিউটার বা কার্ড ক্যাটালগ সিস্টেমে বই ও লেখকের নাম লিখে খুঁজলেই পাওয়া যাবে প্রয়োজনীয় বই। কাঙ্ক্ষিত বই খুঁজে পাওয়া না গেলে লাইব্রেরিয়ানের সহায়তা নেওয়া যাবে। এক সপ্তাহের জন্য একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনটি বই নিতে পারবেন লাইব্রেরি থেকে। নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে না পারলে প্রতিদিনের জন্য ১০ টাকা জরিমানা গুনতে হবে।

লাইব্রেরিতে যে নিয়মগুলো মানতে হবে

  • বাইরে থেকে কোনো খাদ্যদ্রব্য নিয়ে প্রবেশ করা যাবে না।
  • নির্ধারিত সময়ের মধ্যে গ্রন্থাগার ব্যবহার করতে হবে।
  • পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে হবে।
  • যথাসম্ভব নীরবতা বজায় রাখতে হবে।
  • গ্রন্থাগারের ভেতরে উচ্চ স্বরে মোবাইল ফোনে কথা বলা যাবে না।
  • পাঠ্যবই, ম্যাগাজিন বা অন্য যেকোনো পাঠসামগ্রীর পাতা ভাঁজ/কাটা/ছেঁড়া বা নষ্ট করা যাবে না।
  • মূল্যবান সামগ্রী (নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ) ও অন্যান্য ব্যক্তিগত জিনিস নিজ দায়িত্বে রাখতে হবে।

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

সাউথইস্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টেট ইউনিভার্সিটি আয়োজন করতে যাচ্ছে ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা

দেশে বসেই ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের স্নাতক প্রোগ্রামে যুক্ত হচ্ছেন শিক্ষার্থীরা

সাত কলেজের ‘স্বতন্ত্র পরিচয়’ প্রতিষ্ঠায় বিশেষজ্ঞ কমিটির তৎপরতা শুরু

তিন পদক্ষেপ বাস্তবায়নের পর ডাকসু নির্বাচন: উপাচার্য

আইইউবিএটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ২১৯ শিক্ষার্থী পেলেন মেধাবৃত্তি

মেরিটাইম ইউনিভার্সিটিতে ক্লাস-পরীক্ষা বন্ধ, পরশু ইউজিসি অভিমুখে লং মার্চ

নতুন বছরে নতুন চ্যালেঞ্জ, নতুন উদ্দীপনায় একসঙ্গে এগিয়ে চলা

সেকশন