রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৪ অথবা ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে স্নাতক ভর্তি কমিটির (শিক্ষাবর্ষ: ২০২৪-২৫) জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ১৫৫ তম একাডেমিক কাউন্সিলের সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে ‘স্নাতক ভর্তি কমিটি’ গঠন করা হয়। কমিটি ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করবে বলে জানানো হয়।