Ajker Patrika
হোম > শিক্ষা > ক্যাম্পাস

মানবিকতা ও নেতৃত্বে ফারহানা

পাঠকবন্ধু ডেস্ক

মানবিকতা ও নেতৃত্বে ফারহানা
ফারহানা ইসলাম

নর্থ সাউথ ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী এবং পাঠকবন্ধুর সদস্য ফারহানা ইসলাম সম্প্রতি জাতিসংঘের ‘মিলেনিয়াম ফেলোশিপ ২০২৪’ এবং ফুল ফান্ডেড ‘অ্যাসপায়ার লিডারশিপ প্রোগ্রাম ২০২৪’-এ মনোনীত হন।

ইউনাইটেড ন্যাশনস একাডেমিক ইমপ্যাক্ট এবং মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্কের যৌথভাবে পরিচালিত মিলেনিয়াম ফেলোশিপ একটি বৈশ্বিক নেতৃত্ব উন্নয়ন প্রোগ্রাম। এই ফেলোশিপ টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে কাজ করে তরুণদের জন্য। এই প্রোগ্রামের অংশ হিসেবে ফারহানা ইসলাম ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটরস’ নামের একটি প্রকল্পে কাজ করেছেন।

এই প্রকল্পের আওতায় তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ এতিমখানা এবং মাস্তুল ফাউন্ডেশনে কর্মশালা আয়োজন করেন। এসব কর্মশালায় এতিম শিশুদের জন্য কাউন্সেলিং, মানসিক স্বাস্থ্য সহায়তা এবং লাইফ স্কিল প্রশিক্ষণ দেওয়া হয়। ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটরস’ প্রকল্পে ফারহানা মার্কেটিং এবং জনসংযোগ প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ফারহানার আরেকটি বড় অর্জন হলো হার্ভার্ড ইউনিভার্সিটির ফ্যাকাল্টি দ্বারা পরিচালিত অ্যাসপায়ার লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ। এই প্রোগ্রামের লক্ষ্য তরুণদের ভবিষ্যতের নেতা হিসেবে গড়ে তোলা।

ডিসেম্বর ২০২৪-এ মিলেনিয়াম ফেলোশিপ সফলভাবে সম্পন্ন করার পর ফারহানা আনুষ্ঠানিকভাবে গ্র্যাজুয়েট হন। এই প্রোগ্রামে অংশগ্রহণ করে তিনি বিভিন্ন সেশন, ওয়েবিনারের অভিজ্ঞতার মধ্য দিয়ে নেতৃত্বের দক্ষতা আরও শাণিত করেছেন।

বুয়েট ক্যাম্পাসে হুয়াওয়ের রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন

ঝিনাইদহে স্কুলশিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হলো ‘রেক্সল’ হাত ধোয়া কর্মসূচি

গাকৃবিতে সিড টেকনোলজির সার্টিফিকেট প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৭ম সমাবর্তন ২০২৫ সম্পন্ন, স্বর্ণপদক পেলেন ১৯ শিক্ষার্থী

গণমাধ্যমে কর্মরত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে মিলনমেলা

সাউথইস্ট ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন অনুষ্ঠিত

রাখাইনের পরিবর্তনশীল প্রেক্ষাপটে সময়োপযোগী নীতির প্রয়োজনীয়তা তুলে ধরল এসআইপিজি-এনএসইউ

বিইউপিতে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন হিসেবে পুনর্নির্বাচিত হলেন সৈয়দ মঞ্জুর এলাহী

রুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ