হোম > শিক্ষা > ক্যাম্পাস

স্থায়ীভাবে ক্যাম্পাস পরিচালনার অনুমোদন পেল এসইউবি

বিজ্ঞপ্তি

ক্যাম্পাস পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন পেয়েছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) স্থায়ী ক্যাম্পাস। ১৪ আগস্ট ইউজিসি থেকে চিঠির মাধ্যমে এই বিষয় বিশ্ববিদ্যালয়কে জানানো হয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিশেষ পরিদর্শন কমিটি সম্প্রতি এসইউবির স্থায়ী ক্যাম্পাস সরেজমিন পরিদর্শন করেন। কমিটির সুপারিশ অনুযায়ী ঢাকার দক্ষিণ পূর্বাচল কাঞ্চনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রম যথারীতি পরিচালিত হওয়ায় এসইউবির স্থায়ী ক্যাম্পাস হিসেবে অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকে ২০২৩ সাল পর্যন্ত দীর্ঘ ২১ বছর স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সব নিয়মকানুন ও নির্দেশিকা অনুসরণ করে ঢাকার ধানমন্ডির ক্যাম্পাসে ইউজিসির অনুমোদনসহ একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছিল। যা ২০২৪–এর জানুয়ারিতে দক্ষিণ পূর্বাচল কাঞ্চনে স্থায়ী ক্যাম্পাস হিসেবে স্থানান্তরিত হয়। 

স্থায়ী ক্যাম্পাস অনুমোদন দেওয়ায় এসইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এ এম শামীম, ট্রাস্টি বোর্ডের সদস্যরা ও উপাচার্য প্রফেসর চৌধুরী মফিজুর রহমান শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পবিপ্রবির গবেষণার ফল বিশ্বব্যাপী ছড়িয়ে দেব

বিশ্বমঞ্চে বিইউপির তিন শিক্ষার্থীর সাফল্য

উষ্ণতার ছোঁয়ায় মানবিকতার জয়গান

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘সিএসই ফেস্ট’ অনুষ্ঠিত

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

সাউথইস্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টেট ইউনিভার্সিটি আয়োজন করতে যাচ্ছে ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা

দেশে বসেই ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের স্নাতক প্রোগ্রামে যুক্ত হচ্ছেন শিক্ষার্থীরা

সাত কলেজের ‘স্বতন্ত্র পরিচয়’ প্রতিষ্ঠায় বিশেষজ্ঞ কমিটির তৎপরতা শুরু

তিন পদক্ষেপ বাস্তবায়নের পর ডাকসু নির্বাচন: উপাচার্য

সেকশন