হোম > শিক্ষা > ক্যাম্পাস

আন্তর্জাতিক ইংরেজি ভাষা অলিম্পিয়াডের ফাইনালে বাংলাদেশ

ফিচার ডেস্ক

ইতালিতে অনুষ্ঠিতব্য ১২তম আন্তর্জাতিক ইংরেজি ভাষা অলিম্পিয়াড ২০২৪-এর আঞ্চলিক প্রতিযোগিতা গতকাল ১৩ জুলাই অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। এতে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ থেকে জ্যেষ্ঠ গ্রুপে অংশ নেওয়া নন্দিনী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে মালয়েশিয়া।

গত মে মাসে এ প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়েছিল ১০ জন। এর মধ্যে বাংলা মিডিয়াম ক্যাটাগরিতে সহজপাঠ উচ্চবিদ্যালয় থেকে পাঁচ এবং ওয়াইডব্লিউসিএ হায়ার সেকেন্ডারি গার্লস স্কুল থেকে একজন নির্বাচিত হয়েছিল। ইংলিশ মিডিয়াম ক্যাটাগরিতে হেরিটেজ স্কুল থেকে দুই, চেঞ্জেস অ্যান ইংলিশ মিডিয়াম স্কুল থেকে এক এবং এবিসি ইন্টারন্যাশনাল স্কুল থেকে একজন নির্বাচিত হয়েছিল। এই দশ শিক্ষার্থী গত ১৩ তারিখ কুয়ালালামপুরে ৩০টি দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে। এতে জ্যেষ্ঠ গ্রুপে বিজয়ী হয় নন্দিনী অলকানন্দা। নন্দিনী সহজপাঠ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাশ করে এখন ওয়াইডব্লিউসিএ হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলে পড়াশোনা করছে।

এ ছাড়া সহজপাঠ উচ্চবিদ্যালয়ের মুনতাসির আহ্সান ঋদ্ধ লিটল হিপ্পো ক্যাটাগরিতে সরাসরি ইতালিতে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়েছিল গত মে মাসে। 

ইতালির রোমে ইংরেজি অলিম্পিয়াডের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এ বছরের ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর। এতে বাংলাদেশ থেকে অংশ নেবে নন্দিনী অলকানন্দা ও মুনতাসির আহ্সান ঋদ্ধ।

পবিপ্রবির গবেষণার ফল বিশ্বব্যাপী ছড়িয়ে দেব

বিশ্বমঞ্চে বিইউপির তিন শিক্ষার্থীর সাফল্য

উষ্ণতার ছোঁয়ায় মানবিকতার জয়গান

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘সিএসই ফেস্ট’ অনুষ্ঠিত

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

সাউথইস্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টেট ইউনিভার্সিটি আয়োজন করতে যাচ্ছে ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা

দেশে বসেই ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের স্নাতক প্রোগ্রামে যুক্ত হচ্ছেন শিক্ষার্থীরা

সাত কলেজের ‘স্বতন্ত্র পরিচয়’ প্রতিষ্ঠায় বিশেষজ্ঞ কমিটির তৎপরতা শুরু

তিন পদক্ষেপ বাস্তবায়নের পর ডাকসু নির্বাচন: উপাচার্য

সেকশন