Ajker Patrika
হোম > শিক্ষা > ক্যাম্পাস

উত্তরা ইউনিভার্সিটিতে সিরাত সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

উত্তরা ইউনিভার্সিটিতে সিরাত সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

উত্তরা ইউনিভার্সিটিতে সিরাতুন্নবী (সা.) ২০২৪ উদ্‌যাপন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে সিরাত সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গত বুধবার (১৬ অক্টোবর) ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, তারবিয়াহ এডুকেশন নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক মোখতার আহমেদ ও মসজিদ উত-তাকওয়া সোসাইটির খতিব মুফতি সাইফুল ইসলাম। 

রাসুল (সা.)-এর জীবন আদর্শ বাস্তবায়নের আহ্বান জানিয়ে আলোচকেরা বলেন, ‘রাসুল (সা.) দেখানো পথে রয়েছে মানবতার মুক্তি। তাঁর আদেশ ও নিষেধ মেনে চলা আমাদের দায়িত্ব। দুনিয়াতে সব নবী ও রাসুল পাঠানোর উদ্দেশ্যই ছিল ভ্রান্ত সমস্ত মতবাদ ও আদর্শের বিপরীতে ইসলামি আদর্শ প্রতিষ্ঠা করা। মানবতার মুক্তির জন্য একটিই আদর্শ রয়েছে, তা হলো ইসলাম। আর বাস্তবিক চর্চা ও অনুসরণ দেখিয়েছেন রাসুল (সা.)।’ 

আলোচনা সভা শেষে সিরাত অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে ধন্যবাদ জ্ঞাপন করেন উত্তরা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোস্তফা কবির সিদ্দিকী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড দল সিলসিলার উদ্যোগে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় সিলসিলা শিল্পী গোষ্ঠীর শিল্পীদের ইসলামি গান ও কাওয়ালিসহ মন মাতানো সব উপস্থাপনা উপভোগ করে শিক্ষার্থীরা।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ফি কালেকশন সেবা দেবে ব্র্যাক ব্যাংক

একুশে পদকপ্রাপ্ত অভ্রর সহপ্রতিষ্ঠাতা রিফাত নবীকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সংবর্ধনা

কুমিল্লা-ফেনী অঞ্চলের বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা ও সিসিএন ইউনিভার্সিটিতে নবীনবরণ

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে পাঠকবন্ধুর উদ্যোগ

ফাইনালে স্টামফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন এআইইউবি

ইবিতে নবীন বন্ধুদের বরণ ও কর্মশালা

পথশিশুদের কণ্ঠে কবিতার সুর

মাদারীপুরে পাঠকবন্ধুর উদ্যোগে নানা আয়োজন

গ্রিন ইউনিভার্সিটির বন্ধুদের পরিবেশ রক্ষার প্রত্যয়

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে মহান ভাষাশহীদ দিবস উদ্‌যাপন