হোম > বিনোদন

প্রিয়াঙ্কা চোপড়ার নতুন সিনেমার ফার্স্ট লুক

হলিউডে প্রিয়াঙ্কা চোপড়া তাঁর অভিনয় প্রতিভার জানান দিয়েছেন বেশ আগেই। এবার তাঁর আরেকটি হলিউডি সিনেমা পেতে যাচ্ছে দর্শক। প্রিয়াঙ্কা চোপড়া ও স্যাম হিউগান অভিনীত আসন্ন সিনেমার নাম ‘ইটস অল কামিং ব্যাক টু মি’। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে নতুন সিনেমার ফার্স্ট লুক। 

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ অ্যাকাউন্টে ফার্স্ট লুক শেয়ার করেন প্রিয়াঙ্কা চোপড়া ও স্যাম হিউগান। একই সঙ্গে ছবি মুক্তির তারিখও ঘোষণা করেন। 

প্রিয়াঙ্কা লিখেছেন, তাঁর পরবর্তী হলিউডের প্রজেক্ট ‘ইটস অল কামিং ব্যাক টু মি’। আসছে ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি। ছবিটিতে স্যামকে জড়িয়ে থাকতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। 

এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়াকে এক প্রেমিকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, যে কিনা এক দুর্ঘটনায় প্রেমিককে হারিয়েছেন। একটা সময় প্রেমিকের পুরোনো ফোন নম্বরে মেসেজ পাঠাতে শুরু করেন। এদিকে তাঁর পুরোনো নম্বর এখন নতুন এক গ্রাহক ব্যবহার করছেন। এই চরিত্রে দেখা যাবে স্যাম হিউগানকে। এর পর দুই চরিত্রের আলাপ এবং নিজেদের হৃদয় ভাঙার সূত্রে সম্পর্ক গড়ে ওঠা নিয়ে এগিয়েছে সিনেমার গল্প। 

২০১৬ সালে ক্যারোলিন হার্ফার্থের জার্মান ছবি ‘এসএমএস ফার ডিচ’-এর ওপর ভিত্তি করে সিনেমাটির তৈরি হয়েছে। প্রথমে সিনেমার নাম ঠিক হয়েছিল ‘টেক্সট ফর ইউ’। পরবর্তীতে নাম ঠিক হয় ‘ইটস অল কামিং ব্যাক টু মি’। ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। 

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ওসমান হাদির মৃত্যু: শিল্পী-নির্মাতাদের উদ্বেগ ও শোক প্রকাশ

বিশ্বনন্দিত চীনা ধারাবাহিক এবার বাংলায়

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

শিল্পকলায় নাট্যতীর্থের আয়োজনে ‘নবীন প্রবীণ নাট্যমেলা’

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস