হোম > বিনোদন

এ আর রহমানের সুরে বাংলাদেশ

বিনোদন ডেস্ক

অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। সুর-সংগীত আর কণ্ঠ দিয়ে তার মোহময় ইন্দ্রজালে জড়ায়নি, এমন শ্রোতা কম আছে।

সেই জাল নতুন আবহে আর আবেগে ছড়িয়ে গেল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর (২৬ মার্চ) রাতে ঢাকার প্যারেড গ্রাউন্ডে। বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে ঘিরে গান বাঁধলেন অস্কারজয়ী এই মিউজিক মায়েস্ত্রো। ‘বলো জয় বঙ্গবন্ধু’ নামে হিন্দি ভাষার গানটি লিখেছেন জুলফিকার রাসেল।

বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে ঘিরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ১০ দিনের ‘মুজিব চিরন্তন’ উৎসবের পর্দা নেমেছে ২৬ মার্চ রাতে। মূলত শেষ দিনের সেরা চমক হিসেবেই প্রকাশ হয় এ আর রহমানের গানটি। করোনার কারণে এদিন এ আর রহমান অনুষ্ঠানে না এলেও সরাসরি উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গানটি যখন বাজছিল, মাথা দুলছিল দুই রাষ্ট্রপ্রধানের। গানটি যখন শেষ হল, মুহুর্মূহ করতালি ঢেউ খেলে গেল প্যারেড গ্রাউন্ড হয়ে প্রচারমাধ্যম সূত্রে বিশ্বজুড়ে।

এদিকে এ আর রহমানের কণ্ঠে হিন্দি ভাষায় তৈরি ‘বোলো জয় বঙ্গবন্ধু’ গানটি প্যারেড গ্রাউন্ডে পরিবেশনের পর থেকে নেট দুনিয়ায় ভাইরাল। গানটির শুরু বাংলায়, ‘আমার সোনার বাংলা’ বাক্যটি দিয়ে।

বাংলাদেশের জন্য এ আর রাহমানের তৈরি এটাই প্রথম কোনও গান।

গানটির ভিডিও দেখুন:

 

সংগীত এক মহাসমুদ্র সেখানে আমরা কেবল সমুদ্রতীরে নুড়ি কুড়াচ্ছি

থিয়েটার আর্ট ইউনিটের নতুন নাটক ‘বলয়’

শুটিংয়ে বন পুড়িয়ে বিপদে কন্নড় অভিনেতা

হাসপাতালে সাইফ আলী খানকে দেখে গেলেন মালাইকা-অর্জুন

সাইফ আলী খান কেমন আছেন, জানালেন বোন সোহা

নিরব আসছেন গোলাপ হয়ে

সৌদি আরবে সম্মানিত হৃতিক

মোশাররফের কণ্ঠে সিনেমার গান

রিকশাশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশিত হলো ‘কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি’

শেষ হলো ঢাকা চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর

সেকশন