Ajker Patrika
হোম > বিনোদন

এবার রামচরণের ‘গেম চেঞ্জার’ সিনেমার প্রচারণায় গিয়ে ২ জনের মৃত্যু

এবার রামচরণের ‘গেম চেঞ্জার’ সিনেমার প্রচারণায় গিয়ে ২ জনের মৃত্যু
দক্ষিণী সুপারস্টার রামচরণ। ছবি: সংগৃহীত

গত বছরের ডিসেম্বরে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদদলিত হয়ে মৃত্যু হয় এক নারীর। তাঁর ছেলে এখনো হাসপাতালে মৃত্যুশয্যায়। এর এক মাস ঘুরতে না ঘুরতেই এবার দক্ষিণী সুপারস্টার রামচরণের সিনেমার প্রচারণা থেকে ফিরতে গিয়ে প্রাণ হারালেন দুজন। সেখানে দুর্ঘটনার শিকার হন দুজন। ঘটনার জেরে সিনেমার প্রযোজক শোক প্রকাশ করে দুজনের পরিবারকে ১০ লাখ টাকা সাহায্য করেছেন।

রাজামুন্দ্রায় দক্ষিণী সুপারস্টার রামচরণের ‘গেম চেঞ্জার’ সিনেমার প্রচার অনুষ্ঠান ছিল। সেখানেই যোগ দিয়েছিলেন কাকিনাড়া জেলার আরাভা মণিকান্তা (২৩) ও থোকাড়া চরণ (২২)। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৯টায় মোটরসাইকেলে করে ফেরার পথে এক ভ্যানের সঙ্গে সংঘর্ষে গুরুতর জখম হন দুজন। এরপর তাঁদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

প্রযোজক দিল রাজু বলেছেন, ‘অনুষ্ঠানের পরই জানতে পেরেছি বিষয়টা। সে জন্যই পবন কল্যাণ আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে এ রকম অনুষ্ঠানের কোনো বিকল্প আছে কি না। কারণ তাঁর মনে হয়েছে, এত বড় জমজমাট অনুষ্ঠানের পরে যখন এহেন কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, তখন সেটা ভীষণ দুঃখজনক।’

তিনি আরও বলেছেন, ‘আসলে আমি আর রামচরণই এ রকম অনুষ্ঠানের জন্য জোর দিয়েছিলাম। ঈশ্বরের কাছে ওদের আত্মার শান্তি কামনা করি। যে কোনো রকম সাহায্যের জন্য দুই পরিবারের পাশেই থাকব। ইতিমধ্যে মৃতদের পরিবারে ৫ লাখ করে টাকা পাঠিয়েছি।’

আল্লু অর্জুনকে নিয়ে বিতর্ক এখনো চলছেই। তদন্তে সহযোগিতা করার পাশাপাশি প্রতি রোববার থানায় হাজিরা দিতে হবে তাঁকে। সেই আইনি জটিলতার মাঝেই আল্লু জেল থেকে ফেরার পর তাঁর জুবিলি হিলসের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন রামচরণ, যার জেরে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির কড়া সমালোচনার মুখেও পড়তে হয় তাঁকে।

ফিলিস্তিনের পাশে অ্যাঞ্জেলিনা জোলি, গাজাবাসীর সুরক্ষা নিশ্চিতের আহ্বান

‘ফারজি’র দ্বিতীয় সিজনে মুখোমুখি হবেন শহিদ-বিজয়

প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিলেন চলচ্চিত্র নির্মাতারা

ড. ইউনূসের সঙ্গে ইদ্রিসের দেখা, আপ্লুত দুজনেই

শাকিবের স্বপ্ন এবার ১০০ কোটির

অসুস্থতার ভুয়া খবরে বিব্রত ববিতা

ফ্রান্স ও কানাডার দুই উৎসবে বাংলাদেশের ‘দাঁড়কাক’

পার্থ ও বৃষ্টির ঈদের নাটক ‘এই শহরে মেঘেরা একা’

আগ্রহ বাড়াল সিকান্দারের বাদ দেওয়া দৃশ্য

আবারও ঢাকার মঞ্চে বিবর্তনের ‘ক্রীতদাস কথা’