হোম > বিনোদন

সহশিল্পীদের কাছে দুঃখ প্রকাশ করলেন রাজ

তিন নায়িকার সঙ্গে ছবি ও ভিডিও ফাঁস হওয়ার ঘটনায় শর্তহীন দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা শরিফুল রাজ। আজ বিকেলে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস লিখে এ বিষয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন রাজ। তবে স্ত্রী পরীমণিকে নিয়ে কোনো কথা লেখেননি তিনি।

দুই দিন ধরে শোবিজে আলোচনার কেন্দ্রে শরিফুল রাজ, সুনেরাহ বিনতে কামাল, নাজিফা তুষি ও তানজিন তিশা। ঘটনার শুরু গত সোমবার দিবাগত রাত থেকে। শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফাঁস হয় কিছু ছবি ও ভিডিও। এসব ভিডিওতে চার তারকাকেই মদ্যপ অবস্থায় দেখা যায়। তাঁদের অঙ্গভ‌ঙ্গি ও মুখের ভাষাও ছিল কুরুচিপূর্ণ। এর পর থেকেই এসব ভিডিও ও ছবি নিয়ে চলছে সমালোচনা। এসব ভিডিও ফাঁস হওয়ার ঘটনায় সুনেরাহ ও পরীমণি একে অপরকে দুষছেন। দুজনেই আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। তবে এ বিষয়ে খুব বেশি মন্তব্য করেননি শরিফুল রাজ। অবশেষে এ বিষয়ে লম্বা বিবৃতি দিলেন ‘পরাণ’খ্যাত চিত্রনায়ক। আজ বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সুনেরাহ, তুষি ও তিশার কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।

শরিফুল রাজ লেখেন, ‘আমি আমার তিন বন্ধু ও সহকর্মীর কাছে শর্তহীন দুঃখ প্রকাশ করছি। যারা আমার খুব ভালো বন্ধু দীর্ঘদিনের। সেই বন্ধুত্বের কোনো লিঙ্গ নেই। আমার কারণে তাঁদের হেনস্তার শিকার হতে হলো। আমার সকল শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও সমালোচকদের কাছেও আমি দুঃখ প্রকাশ করছি—বন্ধুদের আড্ডার ঘটনা নোংরা উদ্দেশ্যে স্প্রেড করে মিসলিড করা হয়েছে বলে।’

ভাইরাল ভিডিও নিয়ে রাজ বলেন, ‘আমার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড কিংবা অ্যাকসেস এমন কারও কাছে আছে অথবা হ্যাক করে কেউ আমার দীর্ঘকালের বন্ধু ও সহকর্মীদের সঙ্গের নিতান্ত বন্ধুত্বের আড্ডার ঘটনা লিক করে দেয়। যে বা যারা এই কাজ করেছে, তাদের উদ্দেশ্য ছিল আমাদের হেনস্তা করা। হয়তো তারা সফলও হয়েছে।’

বরাবরই ব্যক্তিগত বিষয় নিয়ে চুপ থাকেন রাজ। নীরবতা মানে দুর্বলতা নয় বলেও জানান তিনি। এ ছাড়া বারবার হোঁচট খেয়ে হাঁটতে শিখেছেন এবং অতীতের ভুল থেকে শিখবেন বলে জানান রাজ।

সব শেষে দর্শকের কাছে সমর্থন চেয়ে রাজ লেখেন, ‘আমাকে আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখবেন। কারণ, আপনাদের সমর্থন ছাড়া একজন শরিফুল রাজ কিছুই নয়।’

দীর্ঘ স্ট্যাটাসে কোথাও স্ত্রী পরীমণির কথা উল্লেখ করেননি রাজ। এ বিষয়টি নেটিজেনদের অবাক করেছে।

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ওসমান হাদির মৃত্যু: শিল্পী-নির্মাতাদের উদ্বেগ ও শোক প্রকাশ

বিশ্বনন্দিত চীনা ধারাবাহিক এবার বাংলায়

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

শিল্পকলায় নাট্যতীর্থের আয়োজনে ‘নবীন প্রবীণ নাট্যমেলা’

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস