বছরের শুরুতেই ঢাকার মঞ্চে আসছে দুটি নতুন নাটক। একটি নবরস নৃত্য ও নাট্যদলের ‘সাতকাহন’, অন্যটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষার্থীদের প্রযোজনা ‘দ্য রুলস অব লাভ’।
আজ রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্বোধনী প্রদর্শনী হবে নবরস নৃত্য ও নাট্যদলের চতুর্থ প্রযোজনা সাতকাহনের। আগামীকাল একই স্থানে বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় হবে নাটকটির দ্বিতীয় ও তৃতীয় প্রদর্শনী।
যান্ত্রিক ত্রুটির কারণে পাঁচ তারকা হোটেলের লিফটে আটকা পড়ে তিন অঙ্গনের তিন নারী। উচ্চাকাঙ্ক্ষী উঠতি একজন অভিনেত্রী, এক গৃহবধূ ও এক যৌনকর্মী। প্রথমে সন্দেহ, তর্ক আর অপমানের জালে জড়িয়ে পড়লেও ধীরে ধীরে নিজেদের জীবনের গল্পে তারা একে অপরকে চিনতে শুরু করে। পুরুষতান্ত্রিক সমাজের শোষণ, বঞ্চনা আর ব্যক্তিগত সংগ্রামের গল্প তাদের এক অদ্ভুত বন্ধনে আবদ্ধ করে। লিফট সচল হলে নির্দিষ্ট ফ্লোরে পৌঁছেও তারা আর বের হয় না। কারণ, বুঝেছে যে তারা পুরুষের প্রতারণার শিকার এবং একে অপরের শত্রু নয়, বরং একই লড়াইয়ের সহযাত্রী। এমন গল্প দেখা যাবে সাতকাহন নাটকে। নাট্যরূপ দিয়েছেন শামীম সাগর, নির্দেশনায় সৈয়দা শামছি আরা সায়েকা। অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, সৈয়দা শামছি আরা ও মিতা গাঙ্গুলী।
অন্যদিকে ৩ ও ৪ জানুয়ারি প্রতিদিন বেলা সাড়ে ৩টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হবে এলিফ শাফাক ও নাইজেল ওয়াটসের উপন্যাস অবলম্বনে নাটক দ্য রুলস অব লাভ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদী তানজির।
মূলত দুই সময়ের প্রেক্ষাপট, ভালোবাসা ও মুক্তি লাভের সন্ধি ঘটেছে এ নাটকে। রুমি ও শামসের বন্ধুত্ব-বিচ্ছেদ এবং এলা রুবিনস্টাইনের পরিবার ও ভালোবাসার গল্পকে কেন্দ্র করে ত্বরান্বিত হয় নাট্যকাহিনী। এলিফ শাফাকের ‘ভালোবাসার ৪০ নিয়ম’ এবং নাইজেল ওয়াটসের ‘দ্য ওয়ে অব লাভ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে নাটকটি।
দ্য রুলস অব লাভ নাটকে অভিনয় করেছেন মো. শাকিল আহমেদ, রাফেল আফ্রাদ, পল্লব বিশ্বাস, জাফরিন হক তরু, পরাগ বর্মন, শাহিন আলম, ফাতেমা তুজ যাহরা, ইশরাত জান্নাত, মনীষা সাহা, হাবিবা আক্তার পিংকি, হাবিবা আক্তার চারু, লাবনী রানী, আফিয়া জাহান প্রার্থনা, ফারহানা আমবেরীন লিওনা, তৃপ্তি রানী রায়, পিপাসা সাহা গৌরী ও প্রিয়াংকা রানী দাস। আলোক প্রক্ষেপণে মোল্লা আলভী মাহমুদ, ইব্রাহিম খলিল আপেল, দেবজয় চক্রবর্তী, সংগীত প্রয়োগে মো. হাসান মিয়া ও নুর এ হাসানাত লিসা।