পর্যালোচনা ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে ২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২২। গতকাল শনিবার বিকেল ৫টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিল্পী মোস্তফা মনোয়ার এবং প্রদর্শনীর শিল্পকর্ম বিষয়ে পর্যালোচনা উপস্থাপন করেন শিল্পী জাহিদ মুস্তফা।
অতিথিদের আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় জয়দ্বীপ পালিতের নৃত্য পরিচালনায় ‘জয় বাংলা জয় বাংলা বইলারে’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু নৃত্যশিল্পীরা জয়দ্বীপ পালিতের নৃত্য পরিচালনায় পরিবেশন করে সমবেত নৃত্য বীরপুরুষ।
২৭ জুলাই বুধবার সন্ধ্যা ৭টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২২-এর উদ্বোধন ও পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।