হোম > বিনোদন

একলা মায়ের অস্তিত্বের লড়াই

গত সোমবার থেকে সান বাংলায় শুরু হলো নতুন সিরিয়াল ‘বাদল শেষের পাখি’। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা ও পরিচালনায় এর প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন ‘বরণ’খ্যাত অভিনেতা সুস্মিত মুখোপাধ্যায় ও শ্রেষ্ঠা প্রামাণিক। একলা মায়ের অস্তিত্বের লড়াইয়ের গল্প দেখা যাবে এ ধারাবাহিকে।

বাদল শেষের পাখিতে সুস্মিতের চরিত্রের নাম মোহিত, আর শ্রেষ্ঠা আছেন পাখি চরিত্রে। হরীতকী গ্রামের এক সাধারণ বাড়ির মেয়ে পাখি। বাইসাইকেল প্রতিযোগিতায় অংশ নেয় সে। এ প্রতিযোগিতায় জিতে সে অর্থ দিয়ে পরিবারের পাশে দাঁড়াতে চায় পাখি। অন্যদিকে মোহিত এক নামকরা বাইসাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মালিকের ছেলে। যে প্রতিযোগিতায় অংশ নিয়েছে পাখি, তাতে প্রধান অতিথি হয়ে আসে মোহিত।

অনুষ্ঠানে আসার পথে মোহিত পথ হারিয়ে ফেললে তাকে সাহায্য করে পাখি। একসময় মোহিতের সাহায্যে পাখির পরিবার এক কঠিন পরিস্থিতির মোকাবিলা করে ঘুরে দাঁড়ায়। তার অর্থ সাহায্যে পাখির বড় বোনের বিয়ে হয়। কিছুদিন পর জানা যায় পাখি অন্তঃসত্ত্বা। অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে বিপাকে পড়ে তার পরিবার। এমন গল্প নিয়ে এগিয়ে যাচ্ছে বাদল শেষের পাখি সিরিয়ালের গল্প।

এ ধারাবাহিক দিয়ে অভিনয়জীবন শুরু করেছেন শ্রেষ্ঠা প্রামাণিক। আর সুস্মিত মুখোপাধ্যায় পরিচিতি পেয়েছিলেন স্টার জলসার ‘বরণ’ সিরিয়াল দিয়ে। বাদল শেষের পাখিতে এ দুজন ছাড়াও অভিনয় করছেন সুদীপ মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, দিগন্ত বাগচী, অনিন্দিতা রায়চৌধুরী, রাজন্যা মিত্র, দেবজ্যোতি রায়চৌধুরী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সুতীর্থ গুহ, প্রিয়াঙ্কা হালদার, তনুকা চট্টোপাধ্যায়, পায়েল দেব, রোশনি ভট্টাচার্য ও দেবনাথ চট্টোপাধ্যায়।

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ওসমান হাদির মৃত্যু: শিল্পী-নির্মাতাদের উদ্বেগ ও শোক প্রকাশ

বিশ্বনন্দিত চীনা ধারাবাহিক এবার বাংলায়

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

শিল্পকলায় নাট্যতীর্থের আয়োজনে ‘নবীন প্রবীণ নাট্যমেলা’

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস