Ajker Patrika
হোম > বিনোদন

আলো ছড়িয়েছেন যেসব নতুন মুখ

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আলো ছড়িয়েছেন যেসব নতুন মুখ
সিফাত আমিন শুভ, মালাইকা চৌধুরী। ছবি: সংগৃহীত

ওয়েব প্ল্যাটফর্মের হাত ধরে অনেক নতুন অভিনয়শিল্পীর উঠে আসার কথা ছিল। অন্যান্য দেশে সেটাই দেখা যায়। তবে আমাদের দেশের চিত্রটা ভিন্ন। পরিচিত শিল্পীরাই প্রাধান্য পান দেশের ওয়েব কনটেন্টে। তাই নতুনদের উঠে আসার পথ অনেকটা কঠিন। তবে এর মধ্যেও এ বছর ওটিটি ও টিভি নাটকে কয়েকজন নতুন অভিনয়শিল্পী আলো ছড়িয়েছেন।

সিফাত আমিন শুভ

‘কলকাতা ডায়েরিজ’ ওয়েব ফিল্ম দিয়ে নজর কেড়েছেন সিফাত আমিন শুভ। রাশেদ রাহার পরিচালনায় সিনেমাটিতে শ্রীলেখা মিত্র ও দর্শনা বণিকের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন শুভ। এ ছাড়া শিরোনামহীন ব্যান্ডের মিউজিক ভিডিওতে দেখা গেছে তরুণ এই অভিনেতাকে।

জেফার রহমান

সংগীতশিল্পী জেফার এ বছর হাজির হয়েছেন নতুন পরিচয়ে। মোস্তফা সরয়ার ফারুকীর ‘মনোগামী’ ওয়েব ফিল্মে প্রথম অভিনয় করেছেন তিনি।

সাবরিন আজাদ

জাহিদ প্রীতমের ‘ফ্রেঞ্জি’ ওয়েব সিরিজ দিয়ে পরিচিতি পেয়েছেন তরুণ অভিনেত্রী সাবরিন আজাদ। ফ্যাশন ডিজাইনার হতে চাওয়া নিতু চরিত্রে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়।

মালাইকা চৌধুরী

বোন মেহজাবীনের পথ ধরে অভিনয় শুরু করেছেন মালাইকা চৌধুরী। মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে অভিষেক হয়েছে মালাইকার।

সিকদার মুকিত

এক দশক অভিনয় করলেও এ বছরই প্রথম ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিকদার মুকিত। ‘মেসমেট’ সিরিজ দিয়ে জানান দিয়েছেন বড় চরিত্রের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি।

রেহান

এ বছর নাটকে অভিষেক হয়েছে মডেল রেহানের। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘যুগল’ নাটক দিয়ে জানান দিতে সক্ষম হয়েছেন অভিনয়টাও ভালো পারেন তিনি।

ফিলিস্তিনের পাশে অ্যাঞ্জেলিনা জোলি, গাজাবাসীর সুরক্ষা নিশ্চিতের আহ্বান

‘ফারজি’র দ্বিতীয় সিজনে মুখোমুখি হবেন শহিদ-বিজয়

প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিলেন চলচ্চিত্র নির্মাতারা

ড. ইউনূসের সঙ্গে ইদ্রিসের দেখা, আপ্লুত দুজনেই

শাকিবের স্বপ্ন এবার ১০০ কোটির

অসুস্থতার ভুয়া খবরে বিব্রত ববিতা

ফ্রান্স ও কানাডার দুই উৎসবে বাংলাদেশের ‘দাঁড়কাক’

পার্থ ও বৃষ্টির ঈদের নাটক ‘এই শহরে মেঘেরা একা’

আগ্রহ বাড়াল সিকান্দারের বাদ দেওয়া দৃশ্য

আবারও ঢাকার মঞ্চে বিবর্তনের ‘ক্রীতদাস কথা’