বিনোদন প্রতিবেদক, ঢাকা
কোটা সংস্কার আন্দোলনে অফলাইন ও অনলাইনে আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থন করেছেন শোবিজের অনেক তারকা। তবে এই আন্দোলন নিয়ে চুপ ছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অবশেষে নীরবতা ভেঙে ছাত্রদের আন্দোলনে সংহিত জানালেন তিনি। জানালেন নিজের নিরাপত্তার কথা চিন্তা করেই এত দিন নীরব ছিলেন।
ফেসবুকে তাসনিয়া ফারিণ লেখেন, ‘এতগুলো দিন পার হয়ে যাওয়ার পর আমার কিছু বলা বা না বলাতে কিছু আসে যায় না। তবু মনে হচ্ছে আমার চুপ থাকাটাকে নিজের কাছে নিজের সহ্য হচ্ছে না। আমি আমার নিজের নিরাপত্তার কথা চিন্তা করে নীরব ছিলাম। সাহসের অভাবে নীরব ছিলাম। নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখতে পারিনি। এ ব্যর্থতার দায় সম্পূর্ণ আমার। গা বাঁচিয়ে একটা দায়সারা বক্তব্য প্রদান করার চেয়ে আমার নীরব থাকাকে শ্রেয় মনে হয়েছে।’
শনিবার ছাত্রদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির ছিলেন শোবিজ অঙ্গনের অনেকে। শহীদ মিনারে যেতে না পেরেও দুঃখ প্রকাশ করেন ফারিণ। ফেসবুকে তিনি লেখেন, ‘আজকে (শনিবার) যখন হাজার হাজার মানুষ নিজের নিরাপত্তার কথা চিন্তা না করে শহীদ মিনারে জড়ো হল ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদে, তখন নিজের বাসায় বসে নিজের নিরাপত্তার কথা ভাবাটাই হাস্যকর।’