হোম > বিনোদন

ফের আদালতে শাহরুখপুত্র আরিয়ান

বিনোদন ডেস্ক

মাদক কাণ্ডে ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থা নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) থেকে ক্লিনচিট পেয়েছেন বলিউড বাদশাহ শাহরুখপুত্র আরিয়ান খান। বেকসুর খালাস পেলেও, বাজেয়াপ্ত রয়েছে আরিয়ানের পাসপোর্ট। এবার সেই পাসপোর্ট ফেরত পেতে আদালতের শরণাপন্ন হলেন আরিয়ান। 

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার (৩০ জুন) আরিয়ান তাঁর পাসপোর্ট ফেরত পাওয়ার জন্য বিশেষ আদালতে আবেদন জানান। দেশের বাইরে যাওয়ার অনুমতি দিয়ে তাঁকে পাসপোর্ট ফিরিয়ে দিতে আদালতে আবেদন করেন শাহরুখপুত্র। আদালত বিষয়টিকে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। আবেদনের শুনানি ১৩ জুলাই। 

উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর বলিউডের সুপারস্টার শাহরুখের ছেলেকে মুম্বাইয়ের কাছে আরব সাগরে একটি প্রমোদতরি থেকে মাদক গ্রহণের অভিযোগে গ্রেপ্তার করে এনসিবি। তাঁকে গ্রেপ্তারে গোটা দেশে হইচই পড়ে যায়। গ্রেপ্তারের পর মুম্বাইয়ের আর্থার রোড জেলে তিন সপ্তাহেরও বেশি সময় কারাবাসের পর মুক্তি পান আরিয়ান। এর পর ঘটনার মোড় নানা দিকে যায়। আরিয়ান মামলায় ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে তৎকালীন এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের ওপর। মামলার দায়িত্ব দেওয়া হয় বিশেষ টিমকে। তাঁরাই নতুন করে তদন্ত শুরু করে এবং বেকসুর খালাস দেন আরিয়ানকে। 

পল্লিকবি জসীমউদ্‌দীনের কবিতা থেকে ইমন চৌধুরীর গান

আমাকে দেখে দর্শক চমকে উঠবে

লাখো তরুণীর হৃদয় ভেঙে কাকে বিয়ে করলেন দর্শন

সাইফের পর এবার আহত অর্জুন কাপুর

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সুযোগ থাকলে ‘পদাতিক’ যেন দেশের হলে মুক্তি দেওয়া হয়

শিল্পকলায় ‘মার্ক্স ইন সোহো’র দুই প্রদর্শনী

সমাপনী দিনে ঢাকা উৎসবে থাকছে যেসব সিনেমা

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

সেকশন