হোম > বিনোদন

বাংলাদেশ বেতারের প্রযোজিত নাটকে তারা পাঁচজন

বাংলাদেশ বেতারের প্রযোজনায় ও মাতিয়া বানু শুকুর রচনায় ‘আনন্দলোক’ নাটকে অভিনয় করেছেন তারিক আনাম খান, ডলি জহুর, তানভীন সুইটি, শাহেদ আলী ও শতাব্দী ওয়াদুদ। এরই মধ্যে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের কার্যালয়ে নাটকটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। এতে পাঁচটি ভিন্ন চরিত্রে উল্লিখিত শিল্পীরা অভিনয় করেছেন। 

‘আনন্দলোক’ নাটকে অভিনয় করা প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘বেশ কিছুদিন বিরতির পর বাংলাদেশ বেতারের আহ্বানে নাটকে অভিনয় করেছি। মাতিয়া বানু শুকুর স্ক্রিপ্ট তো আসলে এক কথায় অনবদ্য। আমার কাছে এতে অভিনয় করতে বেশ ভালো লেগেছে। শ্রোতাদেরও নাটকটি ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’ 

এদিকে ডলি জহুর নিজেই কিছুদিন আগে একটি নাটক নির্মাণ করেছেন। জীবনে প্রথমবারের মতো তিনি নাটক নির্দেশনা দিয়েছেন। আবার তারিক আনাম খান বর্তমানে ব্যস্ত রয়েছেন আগামী ঈদের নাটকের কাজ নিয়ে। তানভীন সুইটি অভিনীত বঙ্গবন্ধুর ৭ই মার্চের ওপর ভিত্তি করে নির্মিত ‘মাইক’ সিনেমাতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

শিল্পকলায় নাট্যতীর্থের আয়োজনে ‘নবীন প্রবীণ নাট্যমেলা’

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

অবলোকন নাট্যদলের নতুন নাটক ‘গন্ধসূত্র’

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’