হোম > বিনোদন

বিগত বৈশাখে তারকারা

শুভ নববর্ষ। আজ পয়লা বৈশাখ। বাংলা ১৪২৮ সাল শুরু হলো। কিন্তু এমন এক সময়ে যখন নেই উৎসব, নেই ঢাকের বাদন কিংবা মেলার বাঁশির ভেঁপু। আছে করোনাভাইরাসের চোখ রাঙানি, আছে তাকে রোখার প্রয়াস হিসেবে লকডাউন। এই দুঃসময়ে মৃত্যুই যেন একমাত্র সত্য। কিন্তু ওই যে কবিতা—‘সব সময়ই সুসময়।’ তাই এই ভয়াবহ সংকটকালেও সুসময়ের কথাই বলতে হয়। আর বছরের শুরুতে বলাটা তো রেওয়াজও। এ জন্য তাকাতে হবে নিজের দিকেই। নিজের উৎসবের দিকে, নিজের আয়োজনগুলোর দিকে। করোনাভাইরাসের কারণে এ নিয়ে দু বছর বৈশাখ পেরিয়ে যাচ্ছে, কোনো আলোড়ন না তুলেই। কথাটা বোধ হয় ভুল হলো। একেবারেই কি আলোড়ন নেই? বাহির যদি বন্ধ হয়, ভেতর তবে জাগে। এই সরল সূত্র মেনেই এই ব–দ্বীপের মানুষেরা আরেকটি বৈশাখকে, আরেকটি নতুন বছরকে বরণ করে নিচ্ছে আজ। সাধারণ মানুষের মতো শোবিজ তারকারাও এবার তেমন আয়োজনে নেই। অথচ একটা সময় দিনটি উদযাপনে মেতেছিলেন অভিনয় শিল্পী, পরিচালক, প্রযোজক ও কলাকুশলীরাও। শুটিং রেখে সবাই এক হয়েছিলেন প্রাণের টানে। প্রিয় মানুষদের সঙ্গে আড্ডা দিয়েছেন মন খুলে। সেসব দিনের এই স্মৃতি–চিত্রই হয়তো পারে আমাদের এই দুঃসময়কে রাঙাতে, সাহস দিতে। আগের বিভিন্ন পয়লা বৈশাখে তোলা তারকাদের ছবি নিয়ে এই ফটো ফিচার। ছবি তুলেছেন—মুজাহিদ সামিউল্লাহ

শিল্পকলায় নাট্যতীর্থের আয়োজনে ‘নবীন প্রবীণ নাট্যমেলা’

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

অবলোকন নাট্যদলের নতুন নাটক ‘গন্ধসূত্র’

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’