Ajker Patrika
হোম > বিনোদন > টেলিভিশন

বিয়ে করলেন মীরাক্কেলখ্যাত অভিনেতা জামিল হোসেন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বিয়ে করলেন মীরাক্কেলখ্যাত অভিনেতা জামিল হোসেন
স্ত্রী মুনমুন আহমেদ মুনের সঙ্গে জামিল হোসেন। ছবি: সংগৃহীত

বিয়ের ধুম পড়েছে দেশের শোবিজ অঙ্গনে। গত শুক্রবার বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেতা শামীম হাসান সরকার। একই দিনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সংগীত পরিচালক আরাফাত মহসীন নিধি ও কনটেন্ট ক্রিয়েটর রাবা খান। এবার বিয়ের খবর দিলেন মীরাক্কেলখ্যাত অভিনেতা জামিল হোসেন। পাত্রী অভিনেত্রী মুনমুন আহমেদ মুন।

গত রোববার রাতে উত্তরার একটি রেস্তোরাঁয় পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় জামিল ও মুনের। এদিন রাতে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি প্রকাশ করে জামিল হোসেন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। বিয়ের খবর প্রকাশের পর নতুন এই দম্পতিকে শুভকামনা জানান সবাই।

স্ত্রী মুনমুন আহমেদ মুনের সঙ্গে জামিল হোসেন। ছবি: সংগৃহীত
স্ত্রী মুনমুন আহমেদ মুনের সঙ্গে জামিল হোসেন। ছবি: সংগৃহীত

জামিল হোসেন জানান, এক বছর আগে একসঙ্গে অভিনয় করতে গিয়ে তাঁদের পরিচয়। সেই পরিচয় গড়ায় প্রেমের সম্পর্কে। অবশেষে সেটা পরিণত হলো বিয়েতে।

ভারতীয় টিভি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’ দিয়ে পরিচিতি পান জামিল হোসেন। মীরাক্কেল থেকে ফিরে পুরোদমে অভিনয়ে পা রাখেন জামিল। অন্যদিকে মুনমুন আহমেদ মুনের শুরু বিজ্ঞাপন দিয়ে। এরপর নাম লেখান টিভি নাটকে। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন মুন।

ফিলিস্তিনের পাশে অ্যাঞ্জেলিনা জোলি, গাজাবাসীর সুরক্ষা নিশ্চিতের আহ্বান

‘ফারজি’র দ্বিতীয় সিজনে মুখোমুখি হবেন শহিদ-বিজয়

প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিলেন চলচ্চিত্র নির্মাতারা

ড. ইউনূসের সঙ্গে ইদ্রিসের দেখা, আপ্লুত দুজনেই

শাকিবের স্বপ্ন এবার ১০০ কোটির

অসুস্থতার ভুয়া খবরে বিব্রত ববিতা

ফ্রান্স ও কানাডার দুই উৎসবে বাংলাদেশের ‘দাঁড়কাক’

পার্থ ও বৃষ্টির ঈদের নাটক ‘এই শহরে মেঘেরা একা’

আগ্রহ বাড়াল সিকান্দারের বাদ দেওয়া দৃশ্য

আবারও ঢাকার মঞ্চে বিবর্তনের ‘ক্রীতদাস কথা’