Ajker Patrika
হোম > বিনোদন

শাফিন আহমেদের মরদেহ আসছে কাল, দাফন মঙ্গলবার

বিনোদন প্রতিবেদক, ঢাকা

শাফিন আহমেদের মরদেহ আসছে কাল, দাফন মঙ্গলবার

গত ২৫ জুলাই আমেরিকার ভার্জিনিয়ায় মারা গেছেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। সেখানে অনুষ্ঠিত হয়েছে তাঁর প্রথম জানাজা। এবার দেশে আনার প্রক্রিয়া চলছে শাফিন আহমেদের মরদেহ। জানা গেল দেশে তাঁর জানাজা, দাফন বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত।

শাফিন আহমদের পারিবার এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, আগামীকাল বিকেল সাড়ে ৫টায় ঢাকা বিমানবন্দরে নামার কথা রয়েছে শিল্পীর মরদেহ। মঙ্গলবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে হবে জানাজা। এরপর বনানী কবরস্থানে হবে দাফন, যেখানে শায়িত আছেন শাফিন আহমেদের বাবা সংগীতগুরু কমল দাশ গুপ্ত এবং মা কিংবদন্তি নজরুলসংগীতের শিল্পী ফিরোজা বেগম।

পারিবারিক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে কুলখানির বিষয়েও। শাফিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় কুলখানি হবে আগামী ২ আগস্ট শুক্রবার জুমার নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে।

তবে শাফিনের মরদেহ সর্বসাধারণের শেষবার শ্রদ্ধা জানাতে কোথাও রাখা হবে কি না, এ বিষয়ে বিবৃতিতে কিছু উল্লেখ করেনি পরিবার।

গত ৯ জুলাই যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে কনসার্টে পারফর্ম করতে যান শাফিন আহমেদ। ২০ জুলাই ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তাঁর দ্বিতীয় কনসার্ট। কিন্তু সেই কনসার্ট শুরুর আগে অসুস্থবোধ করেন তিনি। স্থগিত করে দেওয়া হয় কনসার্ট। শারীরিক অবস্থার খারাপ হলে সেদিন রাতেই ভর্তি করা হয় হাসপাতালে। সেখান থেকে আর ফেরা হয়নি তাঁর। দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ২৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টা ১০ মিনিটের দিকে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’র পর নতুন সিনেমায় হিমু, সঙ্গে সায়রা

দেহদানের সিদ্ধান্ত থেকে সরে এলেন কবীর সুমন

আলিয়ার থিম নকলের অভিযোগ ব্ল্যাকপিঙ্কের জেনির বিরুদ্ধে

নতুন সংগীতায়োজনে ১০০ ফোক গান

তামান্না–বিজয়ের প্রেম ভেঙেছে

কেমব্রিজে পৌঁছাল দেশের প্রথম ম্রো ভাষার সিনেমা ‘ডিয়ার মাদার’

মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টির ‘খুচরা পাপী’

নারী দিবসে স্বপ্নদলের নাট্য প্রদর্শনী ও সম্মাননা প্রদান

মিকা সিংয়ের কত সম্পদ!

রাফী-তমার সম্পর্ক নিয়ে গুঞ্জন, বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ তমার