Ajker Patrika
হোম > বিনোদন

‘থাগ লাইফ’ সিনেমায় একসঙ্গে দক্ষিণের তিন কিংবদন্তি

বিনোদন ডেস্ক

‘থাগ লাইফ’ সিনেমায় একসঙ্গে দক্ষিণের তিন কিংবদন্তি
‘থাগ লাইফ’ সিনেমার গান তৈরির কাজে ব্যস্ত মণি রত্নম, কমল হাসান এবং এ আর রাহমান। ছবি: সংগৃহীত

১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল ‘নায়কান’। অভিনেতা কমল হাসানের সঙ্গে এটি ছিল পরিচালক মণি রত্নমের প্রথম কাজ। নায়কানকে এখনো তামিল ইন্ডাস্ট্রির অন্যতম সেরা সিনেমা হিসেবে বিবেচনা করা হয়। এরপর রহস্যজনক কারণে কমল হাসান ও মণি রত্নমের একত্রে কাজ করা হয়নি। দীর্ঘ ৩৫ বছর পর তাঁরা আবার এক হয়েছেন। তাঁদের নতুন সিনেমা ‘থাগ লাইফ’। কমল-মণির এ প্রত্যাবর্তনের গল্পে আরও চমক এনেছে এ আর রাহমানের উপস্থিতি। এ সিনেমার গান ও আবহসংগীত তৈরি হচ্ছে তাঁর হাতে।

কমল হাসান, মণি রত্নম, এ আর রাহমান—তিনজনই দক্ষিণি সিনেমার গুরুত্বপূর্ণ সম্পদ। থাগ লাইফে প্রথমবারের মতো এক হলেন তাঁরা। তাই থাগ লাইফকে বলা বলা হচ্ছে দক্ষিণি সিনেমার সবচেয়ে বড় কোলাবরেশন। এ সিনেমায় একটি গান রয়েছে, যেটা লিখেছেন কমল হাসান ও সুর-সংগীত করেছেন এ আর রাহমান। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়ায় গানটির বিহাইন্ড দ্য সিন শেয়ার করেছে। তাতে দেখা যাচ্ছে, স্টুডিওতে গানটি তৈরির কাজে ডুবে রয়েছেন এ তিন কিংবদন্তি। দেখে বোঝা যাচ্ছে, একটি ভালো গান উপহার দিতে কতটা পরিশ্রম করছেন তাঁরা। গানটি শিগগির মুক্তি পাবে বলে জানা গেছে।

আশা করা হচ্ছে, মণি রত্নমের দূরদর্শী নির্মাণ, কমল হাসানের পর্দা কাঁপানো অভিনয় এবং এ আর রাহমানের মন জুড়ানো সংগীত থাগ লাইফকে এ বছরের সবচেয়ে সফল সিনেমার স্বীকৃতি এনে দেবে। কমল-মণির প্রথম সিনেমা নায়কানের মতো থাগ লাইফও অ্যাকশনসর্বস্ব, যার কেন্দ্রে রয়েছে এক গ্যাংস্টার। এতে গ্যাংস্টার রঙ্গয়ারা শক্তিভেলের চরিত্রে অভিনয় করেছেন কমল। আরও রয়েছেন সিলামবারাসান টিআর, তৃষা কৃষ্ণান, অশোক সেলভান, আলী ফজল, পঙ্কজ ত্রিপাঠী, রাজশ্রী দেশপাণ্ডে, সানিয়া মালহোত্রা প্রমুখ। থাগ লাইফ মুক্তি পাবে আগামী ৫ জুন।

মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে গেল সালমানের ‘সিকান্দার’

এক দশক পর প্রকাশ্যে গায়িকা ডাফি, শোনালেন অপহরণ ও ধর্ষণের ভয়াবহ বর্ণনা

ভেনিসের খালে বেজোসের বিয়ে: বিলাসবহুল সব হোটেল বুকড, প্রমোদতরি নিয়ে বিপত্তি

টিভি নাটক ও টেলিফিল্ম

ঈদের ধারাবাহিক

টিভিতে নতুন সিনেমা

ঈদের সংগীতানুষ্ঠান

শিশুদের জন্য ঈদ আয়োজন

ম্যাগাজিন ও সেলিব্রিটি শো

‘বাউলা বাতাসে’ ফিরছেন রেজা করিম