বিনোদন ডেস্ক
প্রসব-পরবর্তী ওজন কমানোর যাত্রা নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সম্প্রতি ফ্যাশনেবল পার্নিয়ার দ্য স্টাইল আইকন পডকাস্টের পঞ্চম পর্বে বাচ্চা হওয়ার পর তাঁর শরীরে আসা বদল নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। জানিয়েছেন, ওজন কমিয়ে যেভাবে ফিরলেন স্বরূপে।
২০১৮ সালে ব্যবসায়ী ও দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম। বিয়ের পর থেকে ছিলেন লন্ডনেই। ২০২২ সালে পুত্রসন্তানের জন্ম দেন অভিনেত্রী। তার পর থেকেই মেদহীন চেহারার সোনম যেন রাতারাতি বদলে যান। পর্দার সোনমের সঙ্গে নতুন মা সোনমের কোনো মিলই যেন চোখে পড়ছিল না। এক ধাক্কায় ওজন বাড়ে প্রায় ৩২ কেজি।
সোনম বলেন, ‘আমি ৩২ কেজি ওজন বাড়িয়েছিলাম। সত্যি বলতে, শুরুতে আমি খুব ঘাবড়ে যাই। আপনি আপনার বাচ্চাকে নিয়ে এতটাই আচ্ছন্ন, আপনি কোনো কাজ করার, সঠিকভাবে খাওয়ার কথা ভাবছেন না। স্বাভাবিক হতে আমার সময় লেগেছে দেড় বছর। আমি খুব ধীরগতি নিয়েছিলাম, নতুনের সঙ্গে সামঞ্জস্য রাখতে আপনাকে ধীর হতেই হবে।’
চলতি বছরের শুরুতে সোনম তাঁর সাম্প্রতিক ফটোশুট থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন এবং নিজের প্রতি যত্ন নিয়ে মুখ খুলেছিলেন। ক্যাপশনে লেখা ছিল, ‘নিজেকে আবার আগের মতো অনুভব করতে আমার ১৬ মাস সময় লেগেছে। কোনো ক্র্যাশ ডায়েট এবং ক্রেজি ওয়ার্কআউট ছাড়াই ধীরে ধীরে ওজন কমিয়েছি। বাচ্চার আর নিজের যত্ন চালিয়েছিলাম একই সঙ্গে। আমি এখনো সেই জায়গায় পৌঁছাইনি, যেখানে থাকতে চাই।’