দীর্ঘ সময় ধরে পর্দায় নেই কুসুম শিকদার। সর্বশেষ ২০১৮ সালে অভিনয় করেছিলেন নাটকে। আর বড় পর্দায় তাঁকে দেখা গেছে ২০১৬ সালে, ‘শঙ্খচিল’ সিনেমায়। এরপর আর দেখা যায়নি নাটক ও চলচ্চিত্রের নিয়মিত মুখ কুসুম শিকদারকে। অবশেষে লম্বা বিরতির পর সিনেমা দিয়েই অভিনয়ে ফিরছেন কুসুম। চমকপ্রদ ব্যাপার হলো, শুধু অভিনয় নয়, ‘শরতের জবা’ নামের সিনেমাটির গল্প, চিত্রনাট্য রচনা, পরিচালনা ও প্রযোজনাও করেছেন কুসুম শিকদার।
‘শরতের জবা’ সিনেমাটি তাঁর সঙ্গে যৌথভাবে পরিচালনা করছেন সুমন ধর। এতে কুসুমের সঙ্গে জুটি বেঁধেছেন ইয়াশ রোহান। ইতিমধ্যে সিনেমার শুটিং শেষ হয়েছে। কুসুম শিকদারের দাদাবাড়ি নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নে হয়েছে শুটিং। এখন চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। সিনেমাটির বিষয়ে কুসুম শিকদার বলেন, ‘কয়েক বছর আগে গল্পটি একটি পত্রিকায় প্রকাশিত হয়। তারপর বই আকারে। আমি যেহেতু ভিজ্যুয়াল মিডিয়ার মানুষ, ভাবলাম গল্পটি ফিল্ম আকারে তৈরি করা যায় কি না। এ ছাড়া অনেক দিনের স্বপ্ন ছিল নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে চলচ্চিত্র তৈরি করার। আমি খুব রোমাঞ্চিত, অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।’
সিনেমাটি মুক্তি দিতে আরও কিছুদিন লাগবে বলে জানান কুসুম শিকদার। তবে নিজের প্রযোজিত প্রথম সিনেমা প্রেক্ষাগৃহে, নাকি ওটিটিতে মুক্তি পাবে, তা এখনো নিশ্চিত করেননি কুসুম।
‘শরতের জবা’ সিনেমায় আরও অভিনয় করেছেন জিতু আহসান, শহিদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারী, হাসনাত রিপন, জাহাঙ্গীর প্রমুখ।