Ajker Patrika
হোম > বিনোদন

বুবলীর ভিডিও বার্তা, ফের অপুকেই দুষলেন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বুবলীর ভিডিও বার্তা, ফের অপুকেই দুষলেন

অনেক দিন ধরেই নানা কারণে আলোচিত সমালোচিত চিত্রনায়িকা বুবলী। সর্বশেষ তাঁর জন্মদিনে শাকিব খানের নাকফুল উপহার দেওয়ার খবরকে কেন্দ্র করে অপু বিশ্বাসের সঙ্গে ভার্চুয়াল দ্বন্দ্বে জড়িয়েছেন তিনি। তখন সংবাদমাধ্যমের তরফ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া দেননি। বলেছিলেন, ব্যক্তিজীবনের সব ঘটনা নিয়ে শিগগিরই সংবাদ সম্মেলন করবেন। 

সংবাদ সম্মেলন না করলেও আজ রোববার সন্ধ্যায় ফেসবুকে প্রকাশ করা ভিডিও বার্তায় শাকিব, অপু ও নিজের সংসার-সন্তানের বিষয়ে কথা বলেছেন বুবলী। ভিডিওবার্তার প্রথমেই বলেন, তিনি কাউকে দোষারোপ করবেন না। যদিও ৪১ মিনিট ২৫ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওর অনেকখানিজুড়েই ছিল অপু বিশ্বাসের সমালোচনা। কথা বলার এক পর্যায়ে বুবলীকে কাঁদতেও দেখা যায়।

বুবলী বলেন, ‘২০১৬ সালে যখন আমি কাজ শুরু করি তখন বাকি সবার মতোই জানতাম না শাকিব খান বিবাহিত। ধীরে ধীরে তাঁর প্রতি ভালো লাগা তৈরি হয়। কারণ আমরা সবাই জানতাম তিনি সিঙ্গেল। সে সময় শাকিবও সেটেল হতে চাচ্ছিলেন। যদি তখন জানতাম তিনি জীবনে এমন জটিল একটা অবস্থা পার করছেন, তাহলে তো শাকিবের সঙ্গে সম্পর্কে জড়াতাম না। তাঁকে বিয়ে করতাম না।

২০১৭ সালে যখন শাকিব-অপুর সম্পর্ক প্রকাশ্যে আসে, তখন আমাকে দোষারোপ করা হলো। অপু বিশ্বাস টিভিতে বলেছিলেন, তিনি কয়েকবার গর্ভপাত করিয়েছেন। তখন তো আমি ছিলাম না, তাহলে কেন আমার নাম জড়ানো হলো?’

‘অপু বিশ্বাস আমাকে ফোন করেও বাজে ব্যবহার করেছিলেন। আমি হয়তো সাংসারিক সময়ে কিছুটা খারাপ সময় পার করছি। এই সময়ে অনেকে বলছেন, আমি এমনটি ডিজার্ভ করি। কারণ আমার কারণে নাকি শাকিব-অপুর সংসার নষ্ট হয়ে গেছে। সবাইকে বলতে চাই, আমার কারণে কারও সংসার ভাঙেনি।’ যোগ করেন নায়িকা বুবলী।

গত সেপ্টেম্বরে শাকিব ও অপুর সন্তান জয়ের জন্মদিনে বেবি বাম্পের ছবি প্রকাশ করে বুবলী জানিয়ে দিয়েছিলেন শাকিবের সঙ্গে তাঁর সম্পর্কের কথা। সেটি নিয়েও যথেষ্ট কথা হয়েছে। বুবলী বলেন, ‘জয়ের বিষয়ে আমি কতটা পজিটিভ তা শাকিব খান ও তাঁর কাছের মানুষজন ভালো করেই জানেন। অনেকেই বলছেন, জয়ের জন্মদিনে হিংসা করে আমার বেবি বাম্পের ছবি প্রকাশ করেছি। দেখুন, আমি ওই ধরনের মানসিকতা থেকে ছবি প্রকাশ করিনি। সেটা করলে গত বছরও করতে পারতাম।’ 

ভিডিওতে বুবলী জানান, শাকিবের কাছ থেকে কখনো কোনো ধরনের অর্থনৈতিক সহযোগিতা নেননি তিনি। সন্তানের সম্পূর্ণ খরচ একাই বহন করেন। তবে যুক্তরাষ্ট্রে শেহজাদের (শাকিব–বুবলীর সন্তান) জন্মের সময় ১৫ হাজার ডলার শাকিব দিয়েছিলেন বলে জানান এই অভিনেত্রী। বাকি ৩০ হাজার ডলার বুবলী নিজেই দিয়েছেন। 

জন্মদিনে শাকিবের নাকফুল দেওয়ার খবর প্রসঙ্গে বুবলী বলেন, ‘কোনো স্বামী যদি তাঁর স্ত্রীকে কোনো উপহার দেন, আর সেটা যদি প্রমাণ করতে হয়, তাহলে আর কী বলার থাকে! যেহেতু সংবাদমাধ্যমে তিনি (শাকিব খান) সেটা অস্বীকার করেছেন, এরপরও যদি আমি নাকফুলের ব্যাপারটি প্রমাণ করতে যাই তাহলে তিনি অসম্মানিত হবেন, যেটা আমি চাই না।’

‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’র পর নতুন সিনেমায় হিমু, সঙ্গে সায়রা

দেহদানের সিদ্ধান্ত থেকে সরে এলেন কবীর সুমন

আলিয়ার থিম নকলের অভিযোগ ব্ল্যাকপিঙ্কের জেনির বিরুদ্ধে

নতুন সংগীতায়োজনে ১০০ ফোক গান

তামান্না–বিজয়ের প্রেম ভেঙেছে

কেমব্রিজে পৌঁছাল দেশের প্রথম ম্রো ভাষার সিনেমা ‘ডিয়ার মাদার’

মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টির ‘খুচরা পাপী’

নারী দিবসে স্বপ্নদলের নাট্য প্রদর্শনী ও সম্মাননা প্রদান

মিকা সিংয়ের কত সম্পদ!

রাফী-তমার সম্পর্ক নিয়ে গুঞ্জন, বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ তমার