Ajker Patrika
হোম > বিনোদন > সিরিয়াল

২৭ বছরের পুরোনো চরিত্রের হঠাৎ বিদায়

বিনোদন ডেস্ক

২৭ বছরের পুরোনো চরিত্রের হঠাৎ বিদায়
এসিপি প্রদ্যুমান চরিত্রে শিবাজি সত্যম। ছবি: সংগৃহীত

ভারতের অন্যতম পুরোনো টিভি সিরিয়াল ‘সিআইডি’। ১৯৯৮ সালে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে শুরু হয় এই ক্রাইম ফিকশনের প্রচার। এই দীর্ঘ সময়ে এতটুকুও কমেনি সিআইডির জনপ্রিয়তা। এ সিরিয়ালের মূল চরিত্র এসিপি প্রদ্যুমান। শুরু থেকেই এ চরিত্রে অভিনয় করছেন শিবাজি সত্যম। তবে হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো তাঁকে। জানা গেছে, সিআইডির নতুন পর্বে মৃত্যু হবে এসিপি প্রদ্যুমানের। এ খবর প্রকাশ্যে আসার পর খেপেছেন ভক্তরা।

সিআইডি থেকে শিবাজি সত্যমের সরে যাওয়ার গুঞ্জন আগে থেকেই ছিল। তবে গত শনিবার রাতে সনির পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়। ভক্তরা এ সিদ্ধান্তের বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট দিচ্ছেন। দুই দশক ধরে সফলভাবে চলার পর ২০১৮ সালে শেষ হয় সিআইডির প্রথম সিজন। ছয় বছর পর সম্প্রতি আবার ফিরেছে সিরিয়ালটি। নেটফ্লিক্স, সনি এন্টারটেইনমেন্ট ও সনি লিভে দেখা যাচ্ছে সিআইডির দ্বিতীয় সিজন। তবে দ্বিতীয় সিজন শুরুর কিছু দিন না যেতেই এসিপি প্রদ্যুমান চরিত্রের আকস্মিক বিদায় মানতে পারছেন না কেউ। জানা গেছে, এক বোমা বিস্ফোরণের ঘটনায় মারা যাবে চরিত্রটি। এ দৃশ্যের শুটিং হয়ে গেছে। শিগগিরই প্রচারিত হবে।

তবে সিআইডি থেকে বিদায়ের বিষয়টি নিজেই জানেন না শিবাজি সত্যম। বোম্বে টাইমসকে অভিনেতা বলেন, ‘আমি কিছু দিনের ছুটিতে আছি। আপাতত শুটিং করছি না। চরিত্রটি শেষ হচ্ছে কি না, এ বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। যদি সেটা হয়, তাতে আমার কোনো আপত্তি নেই। এ চরিত্রে অভিনয় করে আনন্দ পেয়েছি। এটা দারুণ জার্নি ছিল।’

ফিলিস্তিনের পাশে অ্যাঞ্জেলিনা জোলি, গাজাবাসীর সুরক্ষা নিশ্চিতের আহ্বান

‘ফারজি’র দ্বিতীয় সিজনে মুখোমুখি হবেন শহিদ-বিজয়

প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিলেন চলচ্চিত্র নির্মাতারা

ড. ইউনূসের সঙ্গে ইদ্রিসের দেখা, আপ্লুত দুজনেই

শাকিবের স্বপ্ন এবার ১০০ কোটির

অসুস্থতার ভুয়া খবরে বিব্রত ববিতা

ফ্রান্স ও কানাডার দুই উৎসবে বাংলাদেশের ‘দাঁড়কাক’

পার্থ ও বৃষ্টির ঈদের নাটক ‘এই শহরে মেঘেরা একা’

আগ্রহ বাড়াল সিকান্দারের বাদ দেওয়া দৃশ্য

আবারও ঢাকার মঞ্চে বিবর্তনের ‘ক্রীতদাস কথা’