Ajker Patrika
হোম > বিনোদন

লাকী আখান্দের অপ্রকাশিত গান নিয়ে বাপ্পা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

লাকী আখান্দের অপ্রকাশিত গান নিয়ে বাপ্পা
বাপ্পা মজুমদার। ছবি: সংগৃহীত

২০১৭ সালে প্রয়াত হয়েছেন সুরকার ও সংগীতশিল্পী লাকী আখান্দ্। মৃত্যুর আগে বেশ কিছু গান সুর করে রেখে গেছেন তিনি। মৃত্যুর সাত বছর পার হয়ে গেলেও এখনো তাঁর সুর করা গান প্রকাশ পাচ্ছে। এবার লাকী আখান্দের সুরে নতুন গান নিয়ে এলেন সংগীতশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার। ‘ভবের নদী’ শিরোনামের গানটিতে বাপ্পার সঙ্গে গেয়েছেন সাঈদা শম্পা। গোলাম মোর্শেদের লেখা গানটির সংগীত আয়োজনও করেছেন বাপ্পা মজুমদার। গত বৃহস্পতিবার গান জানালা ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি।

গোলাম মোর্শেদ বলেন, ‘লাকী ভাই গানটি অনেক আগেই সুর করে দিয়েছিলেন। বাপ্পা মজুমদারকে নিয়ে নতুন একটি গান করার পরিকল্পনা করছিলাম। তখন বাপ্পাকে এই গানের কথা জানাই। গানটি শোনার পর বাপ্পার খুব পছন্দ হয়। এরপর গানটার মিউজিক করে। সুরের সঙ্গে দারুণ কম্পোজিশন করেছে বাপ্পা। এরপর বাপ্পার সঙ্গে যুক্ত হয় শম্পা। দুজনেই ভালো গেয়েছে। শ্রোতাদেরও ভালো লাগবে গানটি।’

বাপ্পা মজুমদার বলেন, ‘লাকী আখান্দের সুর বরাবরই মন ছুঁয়ে যায়। খুব ভালো লাগছে তাঁর সুরে গানটির সংগীতায়োজন করতে পেরে। গীতিকার মোর্শেদ ভাইকে ধন্যবাদ গানটি আমাকে গাইতে দেওয়ায়।’

এদিকে বাপ্পা এখন ব্যস্ত ‘অনুভব’ নামের প্রজেক্ট নিয়ে। এতে গজল আঙ্গিকে তৈরি হচ্ছে ৮টি গান। সৈয়দ গালিব হাসানের লেখা গানগুলোর সুর ও সংগীত আয়োজন করবেন বাপ্পা মজুমদার। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে অনুভব অ্যালবামের দুটি গান। ‘কিছু কি বলার নেই’ ও ‘ভুল করেছি’ শিরোনামের দুটি গানেই কণ্ঠ দিয়েছেন বাপ্পা। বাপ্পা ছাড়াও এই অ্যালবামের গানগুলোয় কণ্ঠ দেবেন সোমনুর মনির কোনাল, তানভীর আলম সজীব, ইউসুফ আহমেদ খান ও টিনা রাসেল।

সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া

গত বছর সর্বাধিক আয় করা ১০ হলিউড অভিনেতা

১৬ দিন ধরে হ্যাকারদের কবলে শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডল

হাতি ও একটি পরিবারের গল্প

রাত পোহালেই অস্কার

অভিষেকের অপেক্ষায় শান্তা পল

ঈদে আসছে আসিফের নতুন গান

নভেরা আহমেদ ও মনিরুল ইসলামকে নিয়ে রুমার তথ্যচিত্র

অবসরের রহস্য ভাঙলেন অমিতাভ বচ্চন

চরিত্রাভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে চান জাহিদ