হোম > বিনোদন

লাকী আখান্দের অপ্রকাশিত গান নিয়ে বাপ্পা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বাপ্পা মজুমদার। ছবি: সংগৃহীত

২০১৭ সালে প্রয়াত হয়েছেন সুরকার ও সংগীতশিল্পী লাকী আখান্দ্। মৃত্যুর আগে বেশ কিছু গান সুর করে রেখে গেছেন তিনি। মৃত্যুর সাত বছর পার হয়ে গেলেও এখনো তাঁর সুর করা গান প্রকাশ পাচ্ছে। এবার লাকী আখান্দের সুরে নতুন গান নিয়ে এলেন সংগীতশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার। ‘ভবের নদী’ শিরোনামের গানটিতে বাপ্পার সঙ্গে গেয়েছেন সাঈদা শম্পা। গোলাম মোর্শেদের লেখা গানটির সংগীত আয়োজনও করেছেন বাপ্পা মজুমদার। গত বৃহস্পতিবার গান জানালা ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি।

গোলাম মোর্শেদ বলেন, ‘লাকী ভাই গানটি অনেক আগেই সুর করে দিয়েছিলেন। বাপ্পা মজুমদারকে নিয়ে নতুন একটি গান করার পরিকল্পনা করছিলাম। তখন বাপ্পাকে এই গানের কথা জানাই। গানটি শোনার পর বাপ্পার খুব পছন্দ হয়। এরপর গানটার মিউজিক করে। সুরের সঙ্গে দারুণ কম্পোজিশন করেছে বাপ্পা। এরপর বাপ্পার সঙ্গে যুক্ত হয় শম্পা। দুজনেই ভালো গেয়েছে। শ্রোতাদেরও ভালো লাগবে গানটি।’

বাপ্পা মজুমদার বলেন, ‘লাকী আখান্দের সুর বরাবরই মন ছুঁয়ে যায়। খুব ভালো লাগছে তাঁর সুরে গানটির সংগীতায়োজন করতে পেরে। গীতিকার মোর্শেদ ভাইকে ধন্যবাদ গানটি আমাকে গাইতে দেওয়ায়।’

এদিকে বাপ্পা এখন ব্যস্ত ‘অনুভব’ নামের প্রজেক্ট নিয়ে। এতে গজল আঙ্গিকে তৈরি হচ্ছে ৮টি গান। সৈয়দ গালিব হাসানের লেখা গানগুলোর সুর ও সংগীত আয়োজন করবেন বাপ্পা মজুমদার। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে অনুভব অ্যালবামের দুটি গান। ‘কিছু কি বলার নেই’ ও ‘ভুল করেছি’ শিরোনামের দুটি গানেই কণ্ঠ দিয়েছেন বাপ্পা। বাপ্পা ছাড়াও এই অ্যালবামের গানগুলোয় কণ্ঠ দেবেন সোমনুর মনির কোনাল, তানভীর আলম সজীব, ইউসুফ আহমেদ খান ও টিনা রাসেল।

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ওসমান হাদির মৃত্যু: শিল্পী-নির্মাতাদের উদ্বেগ ও শোক প্রকাশ

বিশ্বনন্দিত চীনা ধারাবাহিক এবার বাংলায়

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

শিল্পকলায় নাট্যতীর্থের আয়োজনে ‘নবীন প্রবীণ নাট্যমেলা’

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস