বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত বছরের সফলতার পর টানা দ্বিতীয়বারের মতো রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেগা রক ইভেন্ট ‘দ্য হাইব্রিড এক্সপেরিয়েন্স ২’। সিনটিয়া এবং ফুল সার্কেল ক্রিয়েটিভস-এর আয়োজনে নগরবাউল জেমস, আর্টসেল, ক্রিপটিক ফেইট, এ্যাভোয়েডরাফা, বে অব বেঙ্গল, শার্পনেল মেথড, সোনার বাংলা সার্কাস, ক্যালিপ্সো, ক্রাঞ্চ-এর মতো জনপ্রিয় রক ব্যান্ডগুলো এবার পারফর্ম করবে।
ইভেন্টের অন্যতম সেরা আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন দেশের কিংবদন্তি গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। ৫ অক্টোবর, ২০২৩, বৃহস্পতিবার বসুন্ধরায় অবস্থিত আইসিসিবি নবরাত্রি হল-এ বিকেল ৩টা থেকে রাত ১০টা ৩০মিনিট পর্যন্ত চলবে এই ইভেন্ট।
কনসার্টে প্রায় ৫,০০০ ভক্ত সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকেরা। জনপ্রিয় ব্যান্ডগুলোর বিখ্যাত সব গান দিয়ে ইভেন্টের লাইন-আপ সাজানো হয়েছে।