বিনোদন ডেস্ক
টাইটানিকখ্যাত ব্লকব্লাস্টার নির্মাতা জেমস ক্যামেরন ভবিষ্যতের পৃথিবীকে তুলে ধরেন তাঁর বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনী নির্ভর ‘অ্যাভাটার’ সিনেমায়। সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়ে বিশ্বব্যাপী ব্যবসার যে মাইলস্টোন গড়েছিল তাঁর ‘টাইটানিক’ ছবিটি, নিজের সেই সিনেমাকেও ছাড়িয়ে যায় ‘অ্যাভাটার’। ২০০৯ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় এই সিনেমা আয় করে ২৮০ কোটি ডলারের বেশি।
দুনিয়াজুড়ে ঝড় তোলা সিনেমাটির সিক্যুয়াল আসছে শিগগিরই। এটি নির্মাণ সম্পন্ন হয়েছে এরই মধ্যে। এবার জানা গেল ছবির নাম। ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানায়, সিনেমাটির নাম হবে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। পাশাপাশি জানা যায় সিনেমা মুক্তির তারিখও। বিশ্বব্যাপী ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ মুক্তি পাবে আগামী ১৬ ডিসেম্বর।
‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমায় এবারও জ্যাক সুলি ও না’ভি নেইতিরির ভূমিকায় থাকছেন যথাক্রমে স্যাম ওয়ার্থিংটন ও জো সালদানা। আর সিগর্নি ওয়েভারকে দেখা যাবে ডক্টর গ্রেস অগাস্টিন চরিত্রে। এ ছাড়াও থাকছেন কেট উইন্সলেট, এডি ফ্যালকো, জিওভানি রিবিসি, মিশেল ইয়োহ, জারমাইন ক্লেমেন্টের মতো তারকাদের।