Ajker Patrika
হোম > বিনোদন

ঈদের নাটকের দম্পতি আফজাল ও মৌ

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ঈদের নাটকের দম্পতি আফজাল ও মৌ
আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ ছবি: সংগৃহীত

ঈদের নাটকে জুটি হয়ে অভিনয় করলেন আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘কোনো একদিন’ নাটকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাঁদের। নির্মাতা জানিয়েছেন, নাটকের গল্পে ক্যানসার ধরা পড়ে আফজাল হোসেন অভিনীত চরিত্রটির। বোনম্যারো স্থানান্তর করতে হবে তার। কারও সঙ্গে মিলছিল না বোনম্যারো। এমন অবস্থায় তার অফিসে হাজির হয় এক যুবক। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।

কোনো একদিন নাটকটি রচনা করেছেন ফারিয়া হোসেন। এতে আরও অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, তন্নী মাহমিদ তৃণা, আজম খান প্রমুখ।

গত সোমবার শেষ হয়েছে নাটকের শুটিং। শুটিংয়ে আফজাল হোসেন ও মৌর সময়ানুবর্তিতা আর পেশাদারত্ব মুগ্ধ করেছে নির্মাতা চয়নিকা চৌধুরীকে। চয়নিকা বলেন, ‘আফজাল হোসেন ও মৌ হচ্ছেন আসল নক্ষত্র। অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই তাঁদের। একজন আফজাল হোসেন কত বড় মাপের মানবিক মানুষ, সেটা তাঁর সঙ্গে কাজ না করলে পুরোপুরি বুঝতে পারতাম না। যত কাজ করছি, ততই মুগ্ধ হচ্ছি। দুজনে অনটাইমে শুটিংয়ে এসেছেন। প্রতিদিন শুটিং শেষ হতে প্রায় ১০টা বেজেছে। তবু কোনো অভিযোগ ছিল না তাঁদের। দিন শেষে ভালো একটি কাজ হোক, এটা ছিল তাঁদের চাওয়া।’

প্রশংসা করলেন সৌম্য জ্যোতিরও। চয়নিকা বলেন, ‘সৌম্যর সঙ্গে এটাই প্রথম কাজ। প্রতিদিন সকাল ৮টায় সেটে হাজির হয়েছে সে। শেষ দিন এল আরও আগে। দারুণ অভিনয় করেছে। পুরোপুরি ডিরেক্টর আর্টিস্ট। আমার বিশ্বাস, তার অভিনয় দেখে দর্শক কাঁদবে। তৃণাও খুব ভালো করেছে। একেবারে চুপচাপ, অনটাইমে সেটে আসা, স্ক্রিপ্ট পড়ে আসা, সিনিয়রদের কথা শোনা—মোটকথা কোনো পেইন পাইনি ওর কাছ থেকে।’

কোনো একদিন নাটকটি নির্মিত হচ্ছে রঙ্গন মিউজিকের ব্যানারে। প্রযোজনা করছেন জামাল হোসেন। নির্মাতা জানান, আগামী ঈদুল ফিতরে প্রচারে আসবে নাটকটি।

মারা গেছেন বলিউড অভিনেতা মনোজ কুমার

শাকিবের সঙ্গে দ্বন্দ্ব প্রসঙ্গে নিশো বললেন ‘ভুল-বোঝাবুঝি’

বাধার মুখে ফাওয়াদ-বাণীর ‘আবীর গুলাল’

মস্কো উৎসবে বাংলাদেশের দুই সিনেমা

এ সপ্তাহের ওটিটি

অভিনয়ের বিশালতা এক জীবনে খুঁজে বের করা সম্ভব নয়: আলমগীর

পায়ে প্লাস্টার নিয়েই হলে হলে মোশাররফ করিম

সজলের কণ্ঠে ম্যাকগাইভার

দ্য বিটলস ব্যান্ড নিয়ে চার সিনেমার ঘোষণা

আরবি সিনেমার গল্প চুরির অভিযোগ ‘লাপাতা লেডিস’-এর বিরুদ্ধে