২ষ-অন্তরা (বাংলা সিরিজ)
- অভিনয়: আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, কাজী নওশাবা
- মুক্তি: ২ জানুয়ারি, চরকি
- গল্পসংক্ষেপ: দাম্পত্য জীবনের অতিপ্রাকৃতিক ঘটনা নিয়ে গড়ে উঠেছে ২ষ সিরিজের অন্তরা পর্বের গল্প। বিয়ের আগের কোনো ঘটনা মনে নেই অন্তরার। স্বামীর সঙ্গে সংসার করলেও তার সম্পর্কে কিছু জানে না সে। এসব প্রশ্নের উত্তর খুঁজতে থাকে অন্তরা।
ব্ল্যাক মানি (বাংলা সিরিজ)
- অভিনয়: রুবেল, ইন্তেখাব দিনার, পূজা চেরি
- মুক্তি: ২ জানুয়ারি, বঙ্গ
- গল্পসংক্ষেপ: হাজার কোটি টাকা নিয়ে শহরজুড়ে ধুন্ধুমার। এই টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীসহ অনেকে। বয়ে যায় রক্তের বন্যা।
অল উই ইম্যাজিন অ্যাজ লাইট (হিন্দি সিনেমা)
- অভিনয়: কানি কুস্রুতি, দিব্য প্রভা
- মুক্তি: ৩ জানুয়ারি, ডিজনি হটস্টার
- গল্পসংক্ষেপ: প্রভা ও অনু একটি হাসপাতালের নার্স। থাকে মুম্বাই শহরে একটি ভাড়া বাসায়। প্রভা রক্ষণশীল। পারিবারিক আয়োজনে বিয়ে হওয়ার পরপরই স্বামী চলে যায় জার্মানিতে। তাই বিবাহিত জীবনের স্বাদ পায়নি প্রভা। সে বিশ্বাস করে একদিন ঠিকই ফিরে আসবে তার স্বামী। নিজেকে সেভাবে আগলে রাখে সে। অন্যদিকে অনু স্বভাবে একেবারে ঠিক তার উল্টো। বিয়ে হয়নি, কিন্তু পরিবারকে না জানিয়ে চুটিয়ে প্রেম করছে। দ্বিমুখী দুই নারীর জীবনের কঠিন বাস্তবতার গল্প মূর্ত হয়ে উঠেছে সিনেমায়।
হোয়েন দ্য স্টারস গসিপ (কোরিয়ান সিরিজ)
- অভিনয়: লি মিন-হো, গং হিউ-জিন
- মুক্তি: ৪ জানুয়ারি, নেটফ্লিক্স
- গল্পসংক্ষেপ: একেবারে ভিন্ন এক প্রেমের গল্প। তবে প্রেমটা এ পৃথিবীতে নয়, মহাকাশের। স্পেস স্টেশনে যাওয়া দুই নর-নারীর মধ্যে গড়ে ওঠা রোমাঞ্চ ও প্রেমের কাহিনির সঙ্গে দর্শক ভেসে বেড়াবেন মহাকাশে ঘটে যাওয়া নানা ঘটনা-দুর্ঘটনার সঙ্গে। এবারই প্রথম কোরিয়ান জনপ্রিয় তারকা লি মিন-হো এবং গং হিউ-জিন জুটি হয়ে অভিনয় করলেন কোনো সিরিজে।