হোম > বিনোদন

ঢাকা ক্যাপিটালসের সঙ্গে খেলবেন শোবিজ তারকারা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

সিয়াম আহমেদ। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমায় দুই যুগের ক্যারিয়ার শাকিব খানের। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ক্রিকেটের সঙ্গে। শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান দল কিনেছে বিপিএলে। দলের নাম ঢাকা ক্যাপিটালস। শাকিবের ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ খেলবেন দেশের শোবিজ তারকারা। এমনটাই জানালেন শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের শুভেচ্ছাদূত চিত্রনায়ক সিয়াম আহমেদ।

শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টুর্নামেন্ট এনসিএল টি-টোয়েন্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এতে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক প্রসাধনসামগ্রী রিমার্ক-হারল্যানের শুভেচ্ছাদূত সিয়াম আহমেদ। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ঢাকা ক্যাপিটালসের সঙ্গে শোবিজ তারকাদের ম্যাচ আয়োজনের ইঙ্গিত দেন তিনি।

ভবিষ্যতে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দেশের শোবিজ তারকাদের কোনো ম্যাচ খেলতে দেখা যাবে কি না—এমন প্রশ্নের জবাবে সিয়াম বলেন, ‘এই পরিকল্পনা আমার মধ্যেও আছে। বিসিবির কাছেও এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। খুশির খবর হলো, এই অনুষ্ঠানে আসার আগে রিমার্ক-হারল্যানের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। প্রতিষ্ঠান থেকে আমাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। বিসিবি যদি আমাদের সঙ্গে থাকে, তাহলে বড় কিছু হবে। যদি তারা না আসে, তাহলে রিমার্ক-হারল্যানের সঙ্গে জড়িত তারকাদের সঙ্গে ঢাকা ক্যাপিটালসের একটা কিছু হতে যাচ্ছে।’

এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে সিয়াম বলেন, ‘সাম্প্রতিক সময়ে শোবিজ অঙ্গনের মানুষদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। আমাদের উদ্দেশ্য হলো, বিনোদন অঙ্গনের সবাইকে একত্র করা। ক্রিকেটকে কেন্দ্র করে সেই দূরত্ব যদি কিছুটা ঘোচে, তাহলে তো ভালোই হয়। আর ঢাকা ক্যাপিটালসের মালিক যেহেতু রিমার্ক-হারল্যান, তাই এই দলের সঙ্গেই ম্যাচ আয়োজনের কথা বলেছি।’

গত বছর তারকাদের নিয়ে আয়োজিত ক্রিকেট লিগের একটি টিমে সিয়াম আহমেদ ও সহশিল্পীরা। ছবি: সংগৃহীত

এই আয়োজনে শোবিজের কারা থাকতে পারেন, এমনটা জানতে চাইলে সিয়াম বলেন, ‘রিমার্ক-হারল্যানের সঙ্গে যুক্ত তারকারা সবাই থাকবেন। এ ছাড়া এর বাইরে যাঁরা আছেন, তাঁদেরকেও আমন্ত্রণ জানানো হবে। আমরা চাচ্ছি বিনোদনের সবাইকে যুক্ত করতে।’

এই খেলা দিয়ে অসহায়দের সহায়তা করার ইচ্ছা সিয়ামের। তিনি বলেন, ‘আমরা দুই মাধ্যমের মানুষ যেহেতু একসঙ্গে হচ্ছি, তাই আমার ইচ্ছা, এই আয়োজনের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। রিমার্ক-হারল্যানের কাছে বিষয়টি জানিয়েছি। তারাও আগ্রহ প্রকাশ করেছে।’

ম্যাচের পরিকল্পনা ঠিক করা হলেও সময় নির্ধারিত হয়নি। সিয়াম জানান, এই আয়োজন যেকোনো সময় হতে পারে। বিপিএল শুরুর আগেও হতে পারে, এমনকি মাঝামাঝি সময়ে কিংবা টুর্নামেন্ট শেষেও হতে পারে।

এবার বিপিএলে শাকিবের ঢাকা ক্যাপিটালসে খেলবেন মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, লিটন দাস, থিসারা পেরেরা, সাব্বির রহমানসহ দেশ-বিদেশের আরও অনেক তারকা খেলোয়াড়।

গত বছর শোবিজ তারকাদের নিয়ে ক্রিকেট লিগের আয়োজন করেছিল জেনারেশন নেক্সট। তবে খেলা চলাকালে তারকাদের মাঝে হাতাহাতি হলে আয়োজনটি শেষ করা সম্ভব হয়নি।

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

জয়পুর চলচ্চিত্র উৎসবের বিচারক সোহানা সাবা

শিল্পকলায় ‘প্রেরণা’র ১৯তম প্রদর্শনী

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

১০ বছর পর ফিরলেন ডিয়াজ

এ সপ্তাহে যা দেখবেন ওটিটিতে

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

বড় আয়োজনে আসছে লিভিং রুম সেশন

সেকশন