হোম > বিনোদন

ভালোবাসার বসন্তে ভেসেছেন তারকারাও

বিনোদন ডেস্ক

শীত ও বসন্তের মিশেল এখন প্রকৃতিতে। রাতে যেমন শীত, দিনেও তেমন পাখি ডাকছে, শিমুল ফুটছে। এমনই দিনে উদ্‌যাপিত হচ্ছে পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস। তারকারাও সেজেছেন বসন্তের সাজে, কেউ দিয়েছেন ভালোবাসার বার্তা। সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া গিয়েছে একঝাঁক তারকার এমন দিনের খবর।

বসন্ত বাতাসে আজ ভালোবাসার ঘ্রাণ। হৃদয় থেকে হৃদয়ে সেই রঙয়ের ছড়াছড়ি। এমন বন্ধন আমাদের মাঝে সারাবছর থাকুক। প্রকৃতির রঙ ছড়িয়ে যাক সবার মনে। জীবন হোক ভালোবাসাময়-এমনই বার্তা দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। গত বছর থেকে দেশের বাইরে অবস্থান করছেন শাকিব খান। এবারের পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসে তিনি যুক্তরাষ্ট্রে আছেন। সেখান থেকেই এই বার্তা দিলেন।

একাধিক স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে তানিয়া আহমেদ লিখেছেন—‘বসন্তের পড়ন্ত বিকেলে ভালোবাসার সাতকাহন। তবু কিছু কথা রয়ে যায় বাকি, থাকুক নাহয়, রয়ে যাক? তোমার আমার মুখোমুখি কিছু কথোপকথন? কেটে যাক মুহূর্ত, কেটে যাক ক্ষণ। এসো তুমি, আমি এ সময়ের গন্ধ মাখি।’

বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন—প্রেমে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নানা ধরনের ইঙ্গিত দিলেও মুখে কখনোই বলেননি প্রেমিক প্রসঙ্গে কোনও কথা। এমনকি তার সঙ্গে সেভাবে ছবিও পোস্ট করেননি সামাজিক যোগাযোগমাধ্যমে। অবশেষে অফিসিয়ালি যেন ঘোষণাটা দিলেন তিনি, প্রেম করছেন। আর তা এই ভালোবাসা দিবসেই (১৪ ফেব্রুয়ারি)। ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিও শেয়ার করেছেন ফারিয়া। সেখানেই দেখা যায় প্রেমিককে। দেখা যায়, সমুদ্রসৈকতে পা ভিজিয়ে দাঁড়িয়ে দুজন। একে-অপরকে জড়িয়ে ধরে আছেন ফারিয়া ও তার প্রেমিক। তবে ছবিটা পেছন থেকে নেওয়ায় প্রেমিকের চেহারাটা অপ্রকাশ্যই থেকে গেলো। এর ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। তোমার হৃদয় যেখানে পরিপূর্ণ শান্তি পায়, সেখানেই যাও।’ এক কোণে রয়েছে আরও একটি বাক্য। সেখানে লেখা, ‘ইটস অফিসিয়াল লাভ সিজন। শো অফ ইউর লাভ’।

একসঙ্গে দেখা গিয়েছে দেশের গুণী প্রায় ২০জন অভিনয়শিল্পীকে। একটি স্থিরচিত্র পোস্ট করে বিজরী লিখেছেন, ‘একটি অন্য রকম দিন, চিরসবুজ মানুষদের সঙ্গে থাকলে বসন্ত চারদিকে তার রং ছড়াবেই। আজ আসলেই আমাদের প্রাণের মানুষের সঙ্গে অনেক বেশি ভালোবাসাময় দিন কাটালাম। আমাদের এই অভিভাবকদের মনের বাসন্তী রং আমাদের মধ্যে ছড়িয়ে পড়ুক ভালোবাসার রূপ হয়ে। আমাদের আগলে রেখো এভাবেই প্রিয় পরিবার’

বিশ্বরঙের বসন্ত সাজে সেজেছেন নুসরাত ফারিয়া

অভিনয়শিল্পী মেহজাবীনের ফাল্গুন ছিল একদমই সাদামাটা। দিনটিতে বাসায় রয়েছেন তিনি। কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘আ ক্যাজুয়াল ফাল্গুন ডে’। একাধিক পোস্টে ভালোবাসা দিবসে প্রচারিত নিজের অভিনীত নাটকগুলোর খবরও জানিয়েছেন।

অমিতাভ রেজার ‘ফাগুন থেকে ফাগুনে’ নাটকে অভিনয় করেছেন সাফা কবির। অভিনেত্রীর সঙ্গে ছবিটি পোস্ট করেছেন এই নির্মাতা।
বসন্ত সাজে সেজেছেন সাফা কবির। ছবি তুলেছেন অপূর্ব অভি 

বিশেষ এ দিনটিতে বান্দরবানের আলীকদমে রয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, জার্নি টু হ্যাভেন।

মারিয়া নূর।মা হচ্ছেন উপস্থাপিকা মারিয়া নূর। সেই অপেক্ষার দিনে এলো ফাল্গূন ও ভালোবাসা দিবস। নিজের স্থিরচিত্র প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন।

এইদিনে ফটোগ্রাফার সিথিলের ক্যামেরায় ধরা দিয়েছেন কণ্ঠশিল্পী পড়শী।

বাপ্পা মজুমদার, গায়ক ও সংগীত পরিচালক একমাত্র মেয়ে পিয়েতা, অভিনয়শিল্পী ও উপস্থাপিকা স্ত্রী তানিয়া হোসাইনসহ একটি সেলফি পোস্ট করে বাপ্পা মজুমদার লিখেছেন, শুভ বসন্ত। শুভ ভালোবাসা দিবস

সুযোগ থাকলে ‘পদাতিক’ যেন দেশের হলে মুক্তি দেওয়া হয়

শিল্পকলায় ‘মার্ক্স ইন সোহো’র দুই প্রদর্শনী

সমাপনী দিনে ঢাকা উৎসবে থাকছে যেসব সিনেমা

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

জয়পুর চলচ্চিত্র উৎসবের বিচারক সোহানা সাবা

শিল্পকলায় ‘প্রেরণা’র ১৯তম প্রদর্শনী

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

১০ বছর পর ফিরলেন ডিয়াজ

এ সপ্তাহে যা দেখবেন ওটিটিতে

সেকশন