হোম > বিনোদন

রাহুল গান্ধীকে ‘জিম ট্রেইনার’ বলে কড়া ভাষায় আক্রমণ কঙ্গনার

অনলাইন ডেস্ক

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাউত প্রায়ই বেফাঁস মন্তব্য করে উঠে আসেন শিরোনামে। কখনো বলিউডের নেপটিসম কিংবা পলিটিক্স প্রসঙ্গ, কখনোবা ব্যক্তিগত বিষয় নিয়ে কন্ট্রভার্সিতে থাকেন এই ‘কুইন’ অভিনেত্রী। সব বিষয়েই খোলাখুলি কথা বলেন তিনি। এবার রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করে কথা বলেছেন কঙ্গনা।

গতকাল বৃহস্পতিবার সকালে ভারতের সংসদ চত্বরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন কংগ্রেস ও বিজেপি সংসদ সদস্যরা। এ সময় রাহুল গান্ধীর ধাক্কায় বিজেপির দুই সংসদ সদস্য আহত হওয়ার অভিযোগ উঠে। এবার এই ইস্যু নিয়েই সরব বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা।

কঙ্গনা রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করে ‘জিম প্রশিক্ষক’ বলেন। ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা মন্তব্য করেন, এই লোকটা সংসদে হাতের পেশি দেখাতে দেখাতে আসেন। সংসদে বিজেপি সংসদ সদস্যদের ওপর রাহুল গান্ধী হামলা করেছেন। যেন ‘জিম ট্রেনার’।

কঙ্গনা লেখেন, এবার তো লোকজনকে ধাক্কা, ঘুষিও মারলেন। কোনো সম্মান নেই।

গণমাধ্যমের কাছে মন্তব্য করে কঙ্গনা বলেন, ‘আমাদের একজন সংসদ সদস্যের মাথায় আঘাত লেগেছে, সেলাইও পড়েছে। কংগ্রেস আজ সংসদ পর্যন্ত হিংসা পৌঁছে দিয়েছে।’

সংসদ প্রাঙ্গণে এমন অপ্রীতিকর ঘটনার জেরে অনুরাগ ঠাকুরসহ ৩ বিজেপি সংসদ সদস্য মার্গ থানায় রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বিজেপির দুই আহত সংসদ সদস্যের সঙ্গে কথা বলে শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ওডিশার বালাসোরের সংসদ সদস্য প্রতাপ সারেঙ্গীর মাথা ফেটেছে। গুরুতর জখম হয়েছেন উত্তর প্রদেশের ফারুখাবাদের সাংসদ মুকেশ রাজপূতও। বিজেপির অভিযোগ বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ধাক্কায় তাঁরা আহত হয়েছেন।

পাকিস্তান থেকে কপিল শর্মাকে হত্যার হুমকি

নায়করাজের সংগ্রামের দিনগুলো

২৭ জানুয়ারি ফ্যামিলি ফিউড ফেব্রুয়ারিতে নতুন গান

মত পাল্টালেন বাপ্পা মজুমদার

রাশমিকা মান্দানার সঙ্গী এখন হুইলচেয়ার

রঙ্গনা নিয়ে বিভ্রান্তি, গুজবে কান না দেওয়ার অনুরোধ শাবনূরের

হাসপাতালে সাইফ আলী খানের সঙ্গে দেখা করে আপ্লুত সেই অটোচালক

মঞ্চে গান গাইতে গাইতে অসুস্থ হয়ে পড়লেন মোনালি ঠাকুর

গোসলে পোশাক বদলের ভিডিও ভাইরালে রাজি ছিলেন উর্বশী

আক্ষেপ ঘুচবে অপূর্বর ভক্তদের

সেকশন