পান থেকে চুন খসলেই সমালোচনার মুখে পড়তে হয় তারকাদের। সোশ্যাল মিডিয়ার এই যুগে সেই প্রবণতা বেড়েছে বহুগুণ। সম্প্রতি ভিন্ন কারণে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী রুনা খান, মেহজাবীন চৌধুরী ও তানজিন তিশা। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়ে এসব সমালোচনার জবাব দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন তাঁরা।
‘প্রিয় মালতী’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে গিয়েছিলেন রুনা খান। প্রদর্শনী শেষে অভিনন্দন জানাতে গিয়ে পরিচালক শঙ্খ দাশগুপ্ত ও অভিনেতা শাহজাহান সম্রাটকে জড়িয়ে ধরেন। শাহজাহান সম্রাটকে আলিঙ্গন করার মুহূর্তটি ভাইরাল হলে নেটিজেনদের কটাক্ষের শিকার হন রুনা। তাঁর পোশাক নিয়েও বিদ্রূপ করেন অনেকে। এ বিষয়ে রুনা খান বলেন, ‘ইতিবাচকতা ও নেতিবাচকতা সব জায়গাতেই থাকে। অনেক সময় ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে অনেক কিছু দৃষ্টিকটু লাগে। যা পরে আসি, যেভাবেই আসি, সেই শটটি দৃষ্টিকটু লাগে। ভাইরাল ভিডিওর ক্ষেত্রেও তেমনটা হয়েছে।’
নিজের অবস্থান ব্যাখ্যা করে রুনা খান বলেন, ‘প্রিয় মালতী দেখে আমাদের ভীষণ ভালো লেগেছে, তাই সেদিন যাঁরা সিনেমাটি দেখতে গিয়েছিলাম তাঁরা নির্মাতা এবং দুই প্রধান শিল্পীকে আলিঙ্গন না করে থাকতে পারিনি। আর এই সিনেমার অভিনেতা সম্রাট আমার দীর্ঘদিনের সহকর্মী। যাঁরা থিয়েটারকর্মী, ক্যারিয়ারের প্রথম দিকে ছোট ছোট চরিত্রের জন্যও ডাক পান না; সে রকম অভিনেতারা যখন একটি সিনেমার প্রধান চরিত্রে কাজ করেন, সেই অনুভূতিটা আমার মতো ছোট ছোট চরিত্রে কাজ করে আসা অভিনয়শিল্পীরাই বুঝবেন। সম্রাটের প্রতি আমার যে আবেগ সেটা সে বুঝলেই চলবে। পৃথিবীর আর কেউ না বুঝলেও হবে।’
প্রিয় মালতী দিয়েই বড় পর্দায় অভিষেক হয়েছে মেহজাবীন চৌধুরীর। সিনেমা হলের সিঁড়িতে বসে নিজের প্রথম সিনেমা দেখছেন মেহজাবীন—সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এমন একটি ছবি। এরপর অনেকেই অভিনেত্রীর সমালোচনা করেন। সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে মেহজাবীন বলেন, ‘আমার আসনটি একেবারেই সামনে ছিল। ওখানে যাওয়ার সময় একটি গুরুত্বপূর্ণ দৃশ্য চলছিল। তাই সবার সামনে দিয়ে হেঁটে না গিয়ে অপেক্ষা করছিলাম দৃশ্যটা শেষ হওয়ার জন্য। কেউ একজন সেই মুহূর্তের ছবি তুলে ফেসবুকে দিয়েছেন। এখন মনে হচ্ছে, দর্শকদের বিরক্ত না করে সিঁড়িতে বসে পড়ে কি ভুল করলাম?’
এদিকে সম্প্রতি মাদক-কাণ্ডে জড়িয়েছে কয়েকজন অভিনেত্রীর নাম। তালিকায় আছে তানজিন তিশার নামও। মাদক সম্পৃক্ততা ঘিরে তাঁদের বিরুদ্ধে বিশেষ অনুসন্ধান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশের পর সমালোচনার তিরে বিদ্ধ হন তিশা। এ বিষয়ে নিশ্চুপ ছিলেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রী বলেন, ‘সত্য-মিথ্যা না জেনে যখন একজন শিল্পীকে নিয়ে কিছু লেখা হয়, তখন তাঁর ওপর দিয়ে কী যায়, সেটা কি কখনো কেউ ভাবে? অভিনয় একজন শিল্পীর পেশা। কিন্তু এর বাইরেও তাঁর ব্যক্তিগত একটা জীবন আছে। সেখানে তাঁর মা-বাবা আছেন, পরিবারের অন্য সদস্যরা আছেন। নেগেটিভ হেডলাইন, মিথ্যা নিউজ তাঁদের ওপরও প্রভাব ফেলে। তিন বছর আগে আমার বাবা মারা গেছেন। বাবাকে হারানো এখনো মেনে নিতে কষ্ট হয়। কিন্তু এখন হয়তো একটু স্বস্তি অনুভব করি যে বাবা যদি থাকতেন সোশ্যাল মিডিয়ার এই টক্সিক বিষয়গুলো তাঁকে দেখতে হতো। আসুন, এসব থেকে বিরত থাকি। আমরা সবাই ভালো থাকি এবং মানুষকে সুন্দরভাবে বাঁচতে দিই।’