দীপ্ত টিভিতে নতুন ধারাবাহিক ‘ফুল বাহার’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৮: ১১
ছবি: সংগৃহীত

মধ্যবিত্ত পরিবারের সন্তান ফুলের কাঁধে ভর করে বাহার নামের এক ঐতিহাসিক আত্মা। এই বাহার পলাশীর প্রান্তরে সিরাজউদ্দৌলার পরাজিত সৈনিকদের একজন। বাহারের অতৃপ্ত আত্মা বিশ্বাসঘাতকদের শাস্তি দিতে চায়। বাহারের ভূত কাঁধে নিয়ে ফুল আসে শহরে। শুরু হয় ফুল বাহারের নতুন জীবন। এমন গল্প নিয়ে যুবরাজ খান বানিয়েছেন ধারাবাহিক নাটক ‘ফুল বাহার’।

লিখেছেন মাতিয়া বানু শুকু ও রাজিবুল ইসলাম রাজিব। বাহার চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম, আর ফুল চরিত্রে সাজু খাদেম। আরও আছেন নাদের চৌধুরী, মামুনুর রশীদ, মুনমুন আহমেদ, সানজিদা প্রীতি প্রমুখ। দীপ্ত টিভিতে দেখা যাবে প্রতিদিন সন্ধ্যা ৭টায়।

তাহসানের প্রত্যাশা, রোজার সঙ্গে মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন

প্রবীর মিত্রের অবস্থা আশঙ্কাজনক

আইসিইউতে অভিনেতা মুশফিক ফারহান

এফডিসিতে অঞ্জনাকে শ্রদ্ধা জানালেন সহকর্মীরা, বনানীতে হবে দাফন