হোম > বিনোদন

আবারও দুই সন্ধ্যায় ঢাকার মঞ্চে ‘রিমান্ড’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আবারও ঢাকার মঞ্চে দেখা যাবে ‘রিমান্ড’। আগামীকাল শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে পর পর হৃৎমঞ্চ প্রযোজিত নাটকটির দুটি মঞ্চায়ন হবে।

 ‘রিমান্ড’ নাটকের রচয়িতা শুভাশিস সিনহা, মঞ্চে নির্দেশনাও দিয়েছেন তিনি। নাটকে লেখকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে খ্যাতিমান অভিনেতা আসাদুজ্জামান নূরকে, আর গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে আছেন জ্যোতি সিনহা।

আরও অভিনয় করছেন কামালউদ্দিন কবির, সউদ চৌধুরী, শাহনাজ জাহান, আনিসুর রহমান রিমন, সজিব হোসেন, বর্ষা রহমান, সৌম্য সিংহ, শাকিল আহমেদ।

নাগরিক নাট্যসম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের প্রণোদনায় গত জানুয়ারিতে নাটকটি মঞ্চে আসে। ইতিমধ্যে নাটকটির ৫টি মঞ্চায়ন হয়েছে।

নাটকের গল্পে দেখা যাবে-রিমান্ড কক্ষে বসে আছেন একজন লেখক। তাকে জেরা করছেন পুলিশ কর্মকর্তা। টান টান উত্তেজনায় চলা জেরা পর্বের মধ্য দিয়েই এগিয়ে চলে ‘রিমান্ড’ নাটকের কাহিনি।

নাট্যকার ও নির্দেশক শুভাশিস সিনহা বলেন, নাটকটির মধ্য দিয়ে এ সময়কেই খুঁজে পাবেন দর্শক। রিমান্ড কক্ষে একজন লেখককে পুলিশের জেরার মধ্য দিয়ে জীবনের অন্যরকম দর্শন উন্মোচিত হয়, যা মঞ্চে এসে দর্শককে দেখার আমন্ত্রণ জানাই।

 ‘রিমান্ড’ নাটকটির মঞ্চ পরিকল্পনা করছেন কামালউদ্দিন কবির। আলোক পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী, সহযোগী আসলাম অরণ্য, সাইফ মণ্ডল, পোশাক পরিকল্পনায় আইরিন পারভীন লোপা। দ্রব্যসামগ্রী পরিকল্পনায় আছেন শাহনাজ জাহান। প্রযোজনা ব্যবস্থাপনায় পাভেল রহমান। প্রকাশনা ব্যবস্থাপনায় অপু মেহেদী। পোস্টার সজলকান্তি সিংহ।

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

জয়পুর চলচ্চিত্র উৎসবের বিচারক সোহানা সাবা

শিল্পকলায় ‘প্রেরণা’র ১৯তম প্রদর্শনী

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

১০ বছর পর ফিরলেন ডিয়াজ

এ সপ্তাহে যা দেখবেন ওটিটিতে

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

বড় আয়োজনে আসছে লিভিং রুম সেশন

সেকশন