হোম > বিনোদন

হ্যারি পটার চরিত্রের জন্য ৩২ হাজার জনের অডিশন

বিনোদন ডেস্ক

হ্যারি পটার চরিত্রে ড্যানিয়েল র‍্যাডক্লিফ। ছবি: সংগৃহীত

ব্রিটিশ লেখিকা জে কে রাউলিংয়ের হ্যারি পটার সিরিজের উপন্যাসগুলো নিয়ে এ পর্যন্ত ৮টি জনপ্রিয় সিনেমা তৈরি হয়েছে। এসেছে আরও তিনটি স্পিনঅফ প্রিকুয়েল। তৈরি হয়েছে ভিডিও গেমস। মঞ্চেও হাজির হয়েছে হ্যারি পটারের চরিত্ররা। তবে হ্যারি পটারের ভক্তরা (যাঁদের বলা হয় ‘পটারহেডস’) দীর্ঘদিন ধরে টিভি সিরিজ আকারে গল্পগুলো দেখতে চাইছিলেন।

প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রুসও সে চেষ্টা করছে অনেক বছর ধরে। অবশেষে হ্যারি পটার টিভি সিরিজের আপডেট পাওয়া গেল। আগামী বছর থেকেই শুটিং ফ্লোরে যাবে সিরিজটি। ২০২৫ সালের গ্রীষ্মে ইংল্যান্ডের লিভসডেনে অবস্থিত ওয়ার্নার ব্রুসের স্টুডিওতে শুরু হবে শুটিং। হ্যারি পটার সিনেমাগুলোরও শুটিং হয়েছে সেখানে। ২০২৬ সাল থেকে টিভি সিরিজটির প্রচার শুরু হবে এইচবিওতে। সম্প্রতি লন্ডনে ওয়ার্নার ব্রুস ডিসকভারির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন শো রানার ফ্রান্সেসকা গার্ডিনার ও পরিচালক মার্ক মাইলড।

হ্যারি পটারকে টিভি সিরিজ হিসেবে আনার ক্ষেত্রে নির্মাতাদের এখন বড় চ্যালেঞ্জ অভিনয়শিল্পী নির্বাচন। সিনেমাগুলোতে প্রধান চরিত্রে দেখা দিয়েছেন ড্যানিয়েল র‍্যাডক্লিফ, রুপার্ট গ্রিন্টের ভূমিকায় ছিলেন রন উইজলি, হারমায়োন গ্রেঞ্জারের চরিত্রে এমা ওয়াটসন। তবে টিভি সিরিজে এসব চরিত্রে কারা থাকবেন, তা এখনো ঠিক হয়নি।

হ্যারি পটার চরিত্রের অভিনয়শিল্পী নির্বাচনের জন্য রাতদিন কাজ করছে কাস্টিং টিম। এ পর্যন্ত ৩২ হাজার শিশুর আবেদন জমা পড়েছে। চলছে তাদের অডিশন পর্ব। ফ্রান্সেসকা গার্ডিনার ও মার্ক মাইলড জানিয়েছেন, তাঁরা সবারই অডিশন নেবেন। প্রতিদিন ৫০০ থেকে এক হাজার জনের অডিশন নেওয়া হচ্ছে। তাদের মধ্য থেকে নির্বাচিত কয়েকজনকে নিয়ে জানুয়ারিতে শুরু হবে বিশেষ কর্মশালা। সেখানেই চূড়ান্ত হবে, শেষ পর্যন্ত কে নির্বাচিত হবে হ্যারি পটার চরিত্রে।

সাইফের পর এবার আহত অর্জুন কাপুর

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সুযোগ থাকলে ‘পদাতিক’ যেন দেশের হলে মুক্তি দেওয়া হয়

শিল্পকলায় ‘মার্ক্স ইন সোহো’র দুই প্রদর্শনী

সমাপনী দিনে ঢাকা উৎসবে থাকছে যেসব সিনেমা

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

জয়পুর চলচ্চিত্র উৎসবের বিচারক সোহানা সাবা

শিল্পকলায় ‘প্রেরণা’র ১৯তম প্রদর্শনী

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

সেকশন