বিজ্ঞপ্তি
মার্কিন মডেল কেলসি নটেজের সঙ্গে একটি সাবানের বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সম্প্রতি অন্তর্জালে মুক্তি পেয়েছে ১০ সেকেন্ডের এই বিজ্ঞাপনচিত্র।
বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে, চোখজুড়ানো একটি লোকেশনে বিজ্ঞাপনচিত্রের দৃশ্য ধারণ করা হয়েছে। লিলি সাবানের এই বিজ্ঞাপনে শাকিব খান ও লাস্যময়ী কেলসি নটেজের রসায়ন নজর কেড়েছে নেট দুনিয়ার ভক্তদের। তাঁদের মধ্যে চলছে আলোচনা।
বিজ্ঞাপনচিত্রটি শাকিব খানের কোম্পানি অথেনটিক কসমেটিকস প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পণ্য লিলি সাবানের জন্য তৈরি করা। সাবানের প্রচারে বৈচিত্র্য আনতে শাকিব খানকে ভিন্নভাবে হাজির করা হয়েছে বলে সংশ্লিষ্ট জানিয়েছেন।