হোম > বিনোদন

স্মৃতিতে-স্মরণে অভিনেতা মাসুদ আলী খান

বিনোদন ডেস্ক

মাসুদ আলী খান (১৯২৯-২০২৪)

চলতি বছরের শুরুতেই সহকর্মী বন্ধুরা দেখতে গিয়েছিলেন অভিনেতা মাসুদ আলী খানকে। ছিলেন অভিনেতা খায়রুল আলম সবুজ, আসাদুজ্জামান নূর, আমিরুল হক চৌধুরী, আবুল হায়াত ও দিলারা জামান। বড় কাতর কণ্ঠে সেদিনও বলেছিলেন, অভিনয়ে ফিরতে চান তিনি। সব ফেরা হয় না কখনো কখনো। ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের চোখের কোণে জল ছুঁয়ে দিয়ে গতকাল চলে গেলেন মাসুদ আলী খান। তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমেছে শোকের ছায়া। তাঁকে নিয়ে স্মৃতিচারণা করেছেন অভিনেতা মামুনুর রশীদ ও দিলারা জাচলতি বছরের শুরুতেই সহকর্মী বন্ধুরা দেখতে গিয়েছিলেন অভিনেতা মাসুদ আলী খানকে। ছিলেন অভিনেতা খায়রুল আলম সবুজ, আসাদুজ্জামান নূর, আমিরুল হক চৌধুরী, আবুল হায়াত ও দিলারা জামান। বড় কাতর কণ্ঠে সেদিনও বলেছিলেন, অভিনয়ে ফিরতে চান তিনি।

মামুনুর রশীদ। ছবি: সংগৃহীত

উনি আমাদের ইতিহাস

—মামুনুর রশীদ, নাট্যব্যক্তিত্ব

মাসুদ ভাইয়ের সঙ্গে অনেক নাটকে অভিনয় করেছি। আমার পরিচালনাতেও তিনি কাজ করেছেন। মানিকগঞ্জে উনার বাড়িতেও শুটিং করেছি। উনাদের গ্রামের নাম পারিল। শুটিং করার সময় কত স্মৃতি আছে উনার সঙ্গে। পাকিস্তান আমল থেকে উনি ড্রামা সার্কেলের সঙ্গে জড়িত ছিলেন। আমরা যখন বাংলাদেশে নব নাট্যচর্চা শুরু করি, সে সময় আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা ছিলেন মাসুদ আলী খান। তাঁর কাছে অনেক কিছু জানার চেষ্টা করতাম, শেখার চেষ্টা করতাম।

তিনি আগ্রহ নিয়ে তাঁর অভিজ্ঞতা আমাদের জানাতেন। উনি থিয়েটার চর্চার পাশাপাশি মিডিয়াতেও কাজ করতে চাইতেন সব সময়। সেটা তিনি সফলভাবেই করেছেন। এককথায় যদি বলি উনি আমাদের ইতিহাস। সবশেষ গত বছর আলী যাকের নতুনের উৎসবে তাঁর সঙ্গে আমার দেখা হয়েছিল। দেখা হলেই নানা বিষয় নিয়ে আমাদের কথা হতো। খুব ভালো মানুষ, খুব সুন্দরভাবে ইতিহাস বলতেন আমাদের।

দিলারা জামান। ছবি: সংগৃহীত

তিনি ছিলেন অনুকরণীয়

—দিলারা জামান, অভিনেত্রী

আমাদের পরম শ্রদ্ধার একজন মানুষ মাসুদ ভাই। উনি আমাদের অভিনয়শিল্পীদের মধ্যে সিনিয়র ছিলেন। দেশের প্রথম নাটকের দল ড্রামা সার্কেলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সিনেমাতেও অভিনয় করতেন। তিনি ছিলেন অনুকরণীয়। উনার সঙ্গে আমার অনেক কাজ হয়েছে। বেশির ভাগ সময় তিনি আমার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন। কত স্মৃতি আমাদের। ব্যক্তি হিসেবেও তিনি এবং তাঁর স্ত্রী খুব ভালো মানুষ। তাঁদের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল।

মাসুদ ভাইয়ের শ্বশুরবাড়িতেও গিয়েছিলাম বেড়াতে। মাসুদ ভাই আমার স্বামীকে ভাই বলতেন, তাই আমাকে ভাবি বলে ডাকতেন। আমি যে কতবার তাঁকে বলেছি, আমি আপনার কত ছোট, আমাকে কেন ভাবি ডাকেন। তিনি প্রায়ই আমার কাছে খাওয়ার আবদার করতেন। খুব মনে পড়ছে সেসব কথা। সন্ধ্যায় তাঁর মৃত্যুর সংবাদটি শুনে থমকে যাই। এক এক করে আমাদের সব সাথিরা চলে যাচ্ছেন। ভাবতেই কষ্ট লাগছে।

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

জয়পুর চলচ্চিত্র উৎসবের বিচারক সোহানা সাবা

শিল্পকলায় ‘প্রেরণা’র ১৯তম প্রদর্শনী

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

১০ বছর পর ফিরলেন ডিয়াজ

এ সপ্তাহে যা দেখবেন ওটিটিতে

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

বড় আয়োজনে আসছে লিভিং রুম সেশন

সেকশন