হোম > বিনোদন

২০২৪-এর স্মৃতির খাতায় নেই বেন, নতুন পথে লোপেজ

অনলাইন ডেস্ক

ছবি: সংগৃহীত

জেনিফার লোপেজের জন্য ২০২৪ ছিল নানা উত্থান-পতনের বছর। পেশাগত ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জনের পাশাপাশি, তাঁর এবং বেন অ্যাফ্লেকের বিবাহবিচ্ছেদও ছিল আলোচনার কেন্দ্রে। তবে সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করা রিক্যাপ ভিডিওতে বেন অ্যাফ্লেকের উপস্থিতি নেই, যা ভক্তদের বেশ অবাক করেছে।

ভিডিওতে জেনিফারের ২০২৪ সালের উল্লেখযোগ্য মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে মেট গালায় তাঁর চমকপ্রদ উপস্থিতি এবং তাঁর অভিনীত চলচ্চিত্র ‘আল্টাস’ এর রেড কার্পেট ইভেন্ট। এ ছাড়াও তার মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘আনস্টপেবল’ এবং ‘দিস ইজ মি...নাও: এ লাভ স্টোরি’-এর কিছু ঝলক দেখা গেছে।

ভিডিওতে আরও জায়গা পেয়েছে অভিনেত্রীর কনসার্টের অসাধারণ পারফরম্যান্স এবং ভাইরাল হওয়া বডেগার অর্ডারের সেই বিখ্যাত কমলা রঙের পানীয়। এর পাশাপাশি বিভিন্ন সাক্ষাৎকারের উল্লেখযোগ্য মুহূর্তগুলোও তুলে ধরা হয়েছে।

এক সাক্ষাৎকারে জেনিফার বলেন, ‘আমি গর্বিত যেভাবে আমি সবকিছু সামলেছি। অভিনেত্রী জানান, তিনি নিজের অনুভূতিগুলোকে অনুভব করা এবং তা ছেড়ে দেওয়ার কৌশল শিখেছেন।

উত্থান-পতন নিয়ে স্মৃতিচারণ করে জেনিফার বলেন, ‘এটি ছিল সত্যিই চ্যালেঞ্জিং এক বছর, তবে আমি বিশ্বাস করি সেরা দিনগুলো এখনো বাকি। আমি এখন আমার মন ও হৃদয় অটুট রেখে ভালোবাসায় পূর্ণ থাকতে পারি।’

জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেকের বিবাহবিচ্ছেদ ছিল জটিল। তবে তাঁরা বরাবরই বলেছেন যে তাঁদের সন্তানের কথা মাথায় রেখে তাঁরা সুসম্পর্ক বজায় রাখতে চান। বিচ্ছেদের মধ্যেও তাঁদের একসঙ্গে দেখা গেছে। তারা পরিস্থিতি পরিপক্বতার সঙ্গেও সামলাচ্ছেন।

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

জয়পুর চলচ্চিত্র উৎসবের বিচারক সোহানা সাবা

শিল্পকলায় ‘প্রেরণা’র ১৯তম প্রদর্শনী

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

১০ বছর পর ফিরলেন ডিয়াজ

এ সপ্তাহে যা দেখবেন ওটিটিতে

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

বড় আয়োজনে আসছে লিভিং রুম সেশন

‘ফেউ’ নিয়ে ফিরছেন চঞ্চল

সেকশন