Ajker Patrika
হোম > বিনোদন

সালমানের সঙ্গে কাজ করতে চাননি আয়ুষ শর্মা

বিনোদন ডেস্ক

সালমানের সঙ্গে কাজ করতে চাননি আয়ুষ শর্মা

সালমান খান আর তাঁর বোন জামাই আয়ুষ শর্মা অভিনীত  ছবি ‘অন্তিম’ ছবি বহুদিন ধরে আলোচনায়। আগামী ২৬ নভেম্বর ছবিটি মুক্তি পাবে।  ছবিটির অভিনেতা আয়ুষ শর্মা জানিয়েছেন, বেশকিছু বিষয় নিয়ে সংকোচ থাকায় সালমান খানের সঙ্গে এই ছবিতে কাজ করতে চাননি তিনি। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮কে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন আয়ুষ। 

সাক্ষাৎকারে তিনি বলেন,  সালমান খান এই সিনেমায় থাকছেন শুনে বেশ চিন্তিত ছিলাম। আমার মনে হচ্ছিল, এই সিনেমা দেখে দর্শকরা অনেক মন্তব্য করবে।  এর মধ্যে ‘স্বজনপ্রীতি’ একটা অন্যতম আলোচনার বিষয়।  তবে সবকিছুর পরেও আমি ছবিটিতে অভিনয় করার সুযোগ প্রত্যাখ্যান করতে পারিনি।

আয়ুষ বলেন, একদম শুরুর দিকে অন্তিম সিনেমার সালমান খানের কাজ করার ব্যপারে আমি বিরোধি ছিলাম। আমি তাঁকে বলছিলাম যে এই সিনেমাটি করতে চাইনা। এমনকি তিনি যেন এই কাজটি না করেন এজন্য তাঁকে বোঝাতে, আমি পরিবারের সবার কাছে গিয়েছি।  

একই পরিবারের হওয়ার ফলে সিনেমার বিষয়টি ছাড়াও বেশ কিছু বিষয় দর্শক স্বজনপ্রীতির অভিযোগ  তৈরি তুলতে পারে বলে মনে করেন আয়ুষ।  

উল্লেখ্য, অন্তিম একটি পুরোদস্তুর একটি অ্যাকশন সিনেমা। আগামী ২৬ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে মহেশ মাঞ্জরেকার নির্দেশনায় নির্মিত অন্তিম সিনেমাটি। এই সিনেমায় কাজ করছেন সালমান খানের পালক ছোট বোনের স্বামী আয়ুষ শর্মা। এর আগে ২০১৮ সালে সালমান খান প্রোযোজিত ‘লাভযাত্রী’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে সূচনা ঘটে আয়ুষ শর্মার ।

ইসরায়েলি দখলদারি নিয়ে ফিলিস্তিনি প্রামাণ্যচিত্র, জিতল অস্কারে সেরার পুরস্কার

অস্কারের ৯৭তম আসরে ‘আনোরা’র বাজিমাত

ওটিটিতে ফিরলেন জাহিদ হাসান

গান ও অভিনয়ে পারশা মাহজাবীন

এফডিসির পাওনা আদায়ে আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ

আর ভিলেন হবেন না ববি দেওল

সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া

গত বছর সর্বাধিক আয় করা ১০ হলিউড অভিনেতা

১৬ দিন ধরে হ্যাকারদের কবলে শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডল

হাতি ও একটি পরিবারের গল্প