হোম > বিনোদন

বেতনের দাবিতে এফডিসির ২২৩ কর্মচারীর বিক্ষোভ

বিনোদন প্রতিবেদক, ঢাকা

চার মাস ধরে বেতন পাচ্ছেন না বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ২২৩ কর্মকর্তা-কর্মচারী। ফলে বর্তমানে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন বলে জানিয়েছেন তাঁরা। এর মধ্যে অনেকেই দিতে পারছেন না বাসাভাড়া। তাই অনেকেই পেয়েছেন বাড়িওয়ালার বাড়ি ছাড়ার নোটিশ। ইফতারিতে পানি ছাড়া অন্য কিছু জুটছে না অনেকের। পরিবারের সাহ্‌রির খাবার জোগাতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। 

কলাকুশলী ও কর্মচারী শ্রমিক লীগের (সিবিএ) সাধারণ সম্পাদক আহসান হাবিব বলেন, ‘আমরা তথ্য মন্ত্রণালয়ের অধীন, কিন্তু বেতন আসে অর্থ মন্ত্রণালয় থেকে। দুই দিন আগে অর্থ মন্ত্রণালয় থেকে চিঠিতে জানিয়েছে নিজস্ব ইনকাম দিয়ে চলতে। এরপর আমরা আরও হতাশ হয়েছি। কারণ, এফডিসির বর্তমানে কোনো আয় নেই। 

‘নিজস্ব আয়ের উৎস খুঁজে বাস্তবায়ন করে চলার আগেই আমরা হয়তো মারা যাব। তাহলে আমাদের পূর্বের বেতনের কী হবে? না হলে এই অবস্থা চললে কদিনের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের মতো এফডিসির স্টাফদেরও রাস্তায় নেমে বেতনের জন্য আন্দোলন করা ছাড়া উপায় থাকবে না।’ 

বিএফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া বলেন, ‘আগে এফডিসির নিজস্ব আয় দিয়ে কর্মচারীর বেতন ও উৎসব ভাতা দেওয়া হতো। ২০১২ সালের পর থেকে মাসিক কর্মচারীদের যে বেতন পরিশোধ করা হয়, সেটি বিএফডিসির আয়ের চেয়ে অনেক বেশি। তাই অর্থ মন্ত্রণালয় থেকে জোগান নেওয়া হতো। কিন্তু তিন মাস ধরে অর্থ মন্ত্রণালয় থেকে টাকা দেওয়া হয়নি, এ কারণে আমরা কেউ বেতন পাচ্ছি না। রমজান মাস চলছে, সামনে ঈদ বোনাস ও বৈশাখী ভাতা আছে। এফডিসির এমডি ও মন্ত্রী মহোদয় জানিয়েছেন শিগগির হবে। কিন্তু কবে হবে সেই তথ্য আমার কাছে নেই।’

বাধ্য হয়ে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এফডিসির কলাকুশলী ও কর্মচারীরা বিএফডিসির এমডি নুজহাত ইয়াসমীন বরাবর বেতন-ভাতার দাবিতে স্মারকলিপি প্রদান করেন। এ সময় বিএফডিসির এমডি, কলাকুশলী ও কর্মচারীদের সঙ্গে বৈঠকও করেন। তবে সে সময়ও একাধিক সংবাদমাধ্যম উপস্থিত থাকলেও তাদের সঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করেন তিনি। 

স্মারকলিপি প্রদানের পর সংগঠনটির সাধারণ সম্পাদক আহসান হাবিব বলেন, ‘বেতন না হওয়ায় আমাদের বাড়িভাড়া আটকে আছে, বাজার নেই, মুদিদোকানে বাকি করে খেতে হচ্ছে, অনেকে শুধু পানি খেয়ে রোজা রাখছেন। তাই বেতনের দাবি নিয়ে আমরা এমডি মহোদয়কে স্মারকলিপি দিয়েছি। তিনি আমাদের পক্ষে আছেন। তিনি আগামী সপ্তাহের মধ্যে একটা বিহিত হবে বলে আশ্বাস দিয়েছেন।’ 

এমডির আশ্বাসে আগামী এক সপ্তাহে যদি সমাধান না আসে, তাহলে এফডিসির কলাকুশলী ও কর্মচারীরা কঠোর কর্মসূচিতে যাবেন বলে জানিয়েছেন সিবিএর নেতারা। 

বিএফডিসির এমডি নুজহাত ইয়াসমীনের সঙ্গে ফোনে এবং দেখা করে কথা বলতে চাইলেও তিনি মুখে কুলুপ এঁটে বসেন। জানান, সংবাদমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কথা বলতে নারাজ তিনি।

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

জয়পুর চলচ্চিত্র উৎসবের বিচারক সোহানা সাবা

শিল্পকলায় ‘প্রেরণা’র ১৯তম প্রদর্শনী

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

১০ বছর পর ফিরলেন ডিয়াজ

এ সপ্তাহে যা দেখবেন ওটিটিতে

ভালো আছেন সাইফ আলী খান, কয়েক দিনের মধ্যেই ফিরবেন বাড়িতে

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

বড় আয়োজনে আসছে লিভিং রুম সেশন

সেকশন