নাচে-গানে ভক্ত-অনুরাগীদের মাতালেন ক্যারিবিয়ান ক্রিকেট সুপারস্টার ক্রিস গেইল। ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইলের নতুন গান বাজারে এসেছে। ভারতের জনপ্রিয় হিপ-হপ গায়ক এমিওয়ে বান্তাইয়ের সঙ্গে তার নতুন গান ইউটিউবে প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে ভক্তদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে তার ‘জ্যামাইকা টু ইন্ডিয়া’ শীর্ষক গানটি।
গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি নাচের প্রতিভাও দেখিয়েছেন এবারের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে মাঠে নামতে যাওয়া গেইল। মুহূর্তেই ভাইরাল হওয়া গানটির মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন কয়েকজন নারী অভিনেত্রীও।
গান প্রকাশের আগে সহ শিল্পী এমিওয়ে বান্তাইয়ের সঙ্গে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে গেইল লেখেন, ‘বান্তাই তোমার সঙ্গে দেখা করতে পেরে আমি গর্বিত। তুমি দারুণ প্রতিভাবান, পেশাদার একজন মানুষ।’
কয়েকদিন আগেই মাইকেল জ্যাকসনের ‘স্মুথ ক্রিমিনাল’ গানের সঙ্গে নাচতে দেখা যায় গেলকে। পাঞ্জাব কিংসের প্রকাশ করা সেই ভিডিও ভাইরাল হয়।