হোম > বিনোদন

হাসপাতালে সাইফ আলী খানকে দেখে গেলেন মালাইকা-অর্জুন

অনলাইন ডেস্ক

মালাইকা অরোরা খান ও অর্জুন কাপুর। ছবি সংগৃহীত

আবারও একসঙ্গে দেখা গেল প্রাক্তন যুগল মালাইকা অরোরা খান ও অর্জুন কাপুরকে। তবে কোনো একান্ত মুহূর্তে নয়, ছুরিকাঘাতে আহত সাইফ আলী খানকে দেখতে হাসপাতালে দেখা গেছে প্রাক্তন এই জুটিকে।

গতকাল রোববার রাতে মুম্বাইয়ের বান্দ্রায় লীলাবতী হাসপাতাল থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দী হন তাঁরা। এবং এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

ভিডিওতে দেখা গেছে, মালাইকা হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে উঠছেন। অর্জুন কাপুর তাঁর পেছনে কাছেই ছিলেন। মালাইকা কারিনা কাপুর ও কারিশমা কাপুরের বেস্ট ফ্রেন্ড। অর্জুনও সাইফ-কারিনার কাছের বন্ধু।

২০১৮ সালে মালাইকা ও অর্জুন তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। এর এক বছর আগে মালাইকার সঙ্গে আরবাজ খানের বিবাহবিচ্ছেদ হয়। বলিউডের অন্যতম আলোচিত দম্পতি ছিলেন তাঁরা। তবে ২০২৪ সালে মালাইকার বাবা মারা যাওয়ার আগে তাঁদের সম্পর্ক ভেঙে যায়।

বিচ্ছেদের পরও অর্জুন তাঁর পাশে দাঁড়িয়েছিলেন এবং কঠিন সময়ে তাঁকে সমর্থন করার প্রস্তাবও দেন।

মুম্বাইয়ের শিবাজি পার্কে রাজ ঠাকরে আয়োজিত একটি দীপাবলি পার্টিতে অর্জুন বলেন, ‘নাহ, এখন আমি সিঙ্গেল, রিলাক্স করো।’ মিডিয়ার সঙ্গে আলাপচারিতার সময় তাঁর এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়।

অর্জুনের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় মালাইকা বলেন, ‘আমি কখনো আমার ব্যক্তিগত জীবন নিয়ে জনসমক্ষে আলোচনা করব না। অর্জুন যা বলেছে, তা সম্পূর্ণ তাঁর নিজস্ব সিদ্ধান্ত।’

এর আগে কফি উইথ করণ ৮-এ অর্জুন কাপুর মালাইকার সঙ্গে তাঁর সম্পর্ক এবং তাঁদের পরিবার কীভাবে শুরুতে কিছুটা দ্বিধার পর মালাইকাকে স্বাগত জানায়, সেই অভিজ্ঞতা শেয়ার করেছিলেন।

সাইফ আলী খান কেমন আছেন, জানালেন বোন সোহা

নিরব আসছেন গোলাপ হয়ে

সৌদি আরবে সম্মানিত হৃতিক

মোশাররফের কণ্ঠে সিনেমার গান

রিকশাশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশিত হলো ‘কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি’

শেষ হলো ঢাকা চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর

সাইফ আলীকে ছুরিকাঘাত, কী বললেন কারিনার প্রাক্তন শাহিদ কাপুর

পল্লিকবি জসীমউদ্‌দীনের কবিতা থেকে ইমন চৌধুরীর গান

আমাকে দেখে দর্শক চমকে উঠবে

লাখো তরুণীর হৃদয় ভেঙে কাকে বিয়ে করলেন দর্শন

সেকশন