হোম > বিনোদন

ঈদের সিনেমা: ঢাকার সিনেপ্লেক্সগুলোতে এগিয়ে ‘জ্বীন’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আজ ঈদের দ্বিতীয় দিন। গতকাল শনিবার ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আটটি সিনেমা। দর্শক-খরার এই সময় গত দুই দিনে সিনেমা দেখতে ভিড় করেছেন প্রচুর দর্শক। এবারের ঈদে সিঙ্গেল স্ক্রিন ছাড়াও সব কটি সিনেমা দেখা যাচ্ছে মাল্টিপ্লেক্সে। কেমন চলছে সিনেমা, ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত জেনে নেওয়া যাক ঢাকার সিনেপ্লেক্সগুলোর হালচাল।

স্টার সিনেপ্লেক্স
স্টার সিনেপ্লেক্সে এবার ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। দুই দিনের সেল রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত এগিয়ে আছে ‘জ্বীন’। সিনেমাটিতে অভিনয় করেছেন সজল, রোশান ও পূজা চেরি। এরপরেই অবস্থান শাকিব খান ও বুবলী অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’। এ ছাড়া ‘আদম’, ‘লোকাল’সহ বাকি সিনেমাগুলোর অবস্থানও বেশ ভালো। 

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এখানে মুক্তি পাওয়া সব সিনেমায় ভালো চলছে। তবে এর মধ্য এখন পর্যন্ত এগিয়ে আছে “জ্বীন” ও “লিডার: আমিই বাংলাদেশ”। তবে অনন্ত জলিলের “কিল হিম”সহ বাকি সিনেমাও ভালো চলছে। মাত্র তো ঈদের দ্বিতীয় দিন, ঈদ সপ্তাহ শেষ হলে বাকিটা জানা যাবে।’ 

যমুনা ব্লকবাস্টার সিনেমাস
যমুনা ব্লকবাস্টার সিনেমাসে এই ঈদে মুক্তি পেয়েছে সাতটি সিনেমা। এখানে এখন পর্যন্ত নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বীন’ ও তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ভালো যাচ্ছে। তবে ঈদের দিনের তুলনায় আজ দ্বিতীয় দিনে প্রতিটি সিনেমায় ভালো চলছে। 

যমুনা ব্লকবাস্টার সিনেমাসের সহকারী মার্কেটিং ম্যানেজার মাহাবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রথম দিন আমাদের শো শুরু হয় বেলা তিনটা থেকে। “জ্বীন” ও “লিডার” দেখতে দর্শকদের চাপ বেশি দেখা গেছে। তবে আমাদের এখানে অনন্ত জলিলের সিনেমার সেল রিপোর্ট সব সময় ভালো, দিনের পরবর্তী শোগুলোতেও “কিল হিম” প্রায় হাউস ফুল যাচ্ছে। তবে “লোকাল”সহ বাকি সব সিনেমাও প্রায় হাউসফুল যাচ্ছে। আর মাত্র তো শুরু হলো, ঢাকার বাইরে থেকে মানুষ ফিরলে আশা করি দর্শক আরও বাড়বে।’ 

এ ছাড়া কেরানীগঞ্জের লায়ন সিনেমাস সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে সাতটি সিনেমা। এর মধ্যে লিডার ও জ্বীন, দুটি টিকিট বিক্রিতে এখন পর্যন্ত এগিয়ে আছে। সময়ের সঙ্গে সঙ্গে বাকি সিনেমার টিকিট বিক্রিও বেশ বেড়েছে। লোকাল ও শত্রুর সেল রিপোর্টও সেখানে বেশ ভালো বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ও তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটি দেশের ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এ ছাড়া অন্য সিনেমার মধ্যে বাপ্পী ও জাহারা মিতু অভিনীত ‘শত্রু’ ছবিটি ২৪টি, পূজা চেরি ও সজল অভিনীত ‘জ্বীন’ ১৪, অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘কিল হিম’ ১১, আদর আজাদ ও বুবলী অভিনীত ‘লোকাল’ ৯, অপু বিশ্বাস ও জয় চৌধুরী ‘প্রেমপ্রীতির বন্ধন’ ৯, রোশান ও ববি অভিনীত ‘পাপ’ ৮, ইয়াশ রোহান ও ঐশী অভিনীত ‘আদম’ ৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

সাইফ আলীকে ছুরিকাঘাতের অভিযোগে মহারাষ্ট্র থেকে যুবক গ্রেপ্তার

সুযোগ থাকলে ‘পদাতিক’ যেন দেশের হলে মুক্তি দেওয়া হয়

শিল্পকলায় ‘মার্ক্স ইন সোহো’র দুই প্রদর্শনী

সমাপনী দিনে ঢাকা উৎসবে থাকছে যেসব সিনেমা

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

জয়পুর চলচ্চিত্র উৎসবের বিচারক সোহানা সাবা

শিল্পকলায় ‘প্রেরণা’র ১৯তম প্রদর্শনী

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

১০ বছর পর ফিরলেন ডিয়াজ

সেকশন