Ajker Patrika
হোম > বিনোদন

প্রখ্যাত অভিনেতা জামালউদ্দিন মারা গেছেন

অনলাইন ডেস্ক

প্রখ্যাত অভিনেতা জামালউদ্দিন মারা গেছেন

প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন নাট্যাভিনেতা জামালউদ্দিন হোসেন মারা গেছেন। কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় শুক্রবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। 

জামালউদ্দিন এক দশক ধরে প্রবাসে সন্তানদের সঙ্গে থাকতেন। শেষ সময়টা কানাডার ক্যালগেরি শহরে ছেলের কাছে ছিলেন। স্থানীয় সময় শনিবার বাদ জোহর জানাজা শেষে ক্যালগেরি শহরেই তাঁকে দাফন করার কথা। 

সত্তরের দশকের মাঝামাঝি থেকে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন জামালউদ্দিন হোসেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে মঞ্চে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। তবে তারকা হয়ে উঠেছেন টেলিভিশন নাটকে অভিনয় করে। 

জামাল ১৯৭৫ থেকে ১৯৯৫ পর্যন্ত নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য ছিলেন। ১৯৯৭ সালে ‘নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল’ নামে একটি নাট্যদল গড়ে তোলেন। 

জামালউদ্দিন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য এবং বেতার টেলিভিশন শিল্পী সংসদের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘রাজা রাণী’, ‘চাঁদ বণিকের পালা’, ‘আমি নই’, ‘বিবি সাহেব’, ‘যুগলবন্দী’সহ কয়েকটি মঞ্চ নাটকে নির্দেশনা দিয়েছেন তিনি। 

জামালউদ্দিনের স্ত্রী অভিনয়শিল্পী রওশন আরা হোসেন। তাঁর ছেলে কানাডায় এবং মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। ২০১৩ সালে তিনি একুশে পদক পান।

ওটিটিতে ফিরলেন জাহিদ হাসান

গান ও অভিনয়ে পারশা মাহজাবীন

এফডিসির পাওনা আদায়ে আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ

আর ভিলেন হবেন না ববি দেওল

সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া

গত বছর সর্বাধিক আয় করা ১০ হলিউড অভিনেতা

১৬ দিন ধরে হ্যাকারদের কবলে শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডল

হাতি ও একটি পরিবারের গল্প

রাত পোহালেই অস্কার

অভিষেকের অপেক্ষায় শান্তা পল