বিনোদন প্রতিবেদক, ঢাকা
নতুন কমিটি গঠন করেছে দেশের অন্যতম নাট্যসংগঠন নাগরিক নাট্য সম্প্রদায়। কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন আসাদুজ্জামান নূর এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন সারা যাকের। গত ৩ অক্টোবর নাট্যদলটির সভায় নতুন কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হয়। এই কমিটি আগামী তিন বছর দলের নেতৃত্বে থাকবে।
নবগঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন অভিনয়শিল্পী আবুল হায়াত। এ ছাড়া নিমা রহমান, ফারুক আহমেদ, নাসিরুল হক খোকন আছেন সহসভাপতি হিসেবে।
আব্দুর রশিদ কোষাধ্যক্ষ, মো. ফখরুজ্জামান চৌধুরী সাংগঠনিক ও দপ্তর সম্পাদক, পান্থ শাহরিয়ার প্রশিক্ষণ সম্পাদক এবং মোস্তাফিজ শাহীন প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন।
নির্বাহী সদস্য হিসেবে আছেন খালেদ আনোয়ার, এম এস আলী বিপ্লব, হারুনূর রশিদ, অম্লান বিশ্বাস, শরীফ, মোস্তাফিজুর রহমান, নায়লা তারান্নুম চৌধুরী কাকলি ও ফারহিন খান জয়িতা।