হোম > বিনোদন

জয়পুর চলচ্চিত্র উৎসবের বিচারক সোহানা সাবা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

২০১৪ সালে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটি। বৃহন্নলার জন্য় ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সোহানা সাবা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি।

গতকাল জয়পুরে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানের কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে সোহানা সাবা লেখেন, ‘শুরু হতে যাচ্ছে ছয় মাস ধরে অপেক্ষা করা চমৎকার মুহূর্তটি! আমি আরও বলতে চাই, সামনে আরও অনেকগুলো চমক অপেক্ষা করছে আপনাদের জন্য।’

জয়পুর থেকে মোবাইল ফোনে সোহানা সাবা বলেন, ‘উদ্বোধনী দিন দারুণ আয়োজন হয়েছে। অনেককেই সম্মাননা দেওয়া হয়েছে। জুরিবোর্ডে থাকার ফলে বিভিন্ন দেশের সিনেমা দেখা হবে। নির্মাতা ও শিল্পীদের সঙ্গে কথা হবে। সব মিলিয়ে সংস্কৃতির বিনিময় হবে এই উৎসবে। আশা করছি উৎসবের পাঁচটি দিন আমার জীবনে নতুন নতুন অভিজ্ঞতা যোগ হবে।’

উৎসবের বিচারক হওয়া প্রসঙ্গে সোহানা সাবা বলেন, ‘বৃহন্নলাতে অভিনয়ের জন্য ২০১৫ সালের জানুয়ারিতে জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পাই। এর পর থেকে প্রতিবছর এই ফেস্টিভ্যালের জুরি হওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়। ব্যস্ততা ও পারিপার্শ্বিক কারণে এত দিন অংশ নিতে পারিনি। গত বছর আগস্ট মাসে যখন আমাকে প্রপোজাল দেওয়া হলো জুরি হতে, এবার আর না করিনি।’

এবারের জয়পুর উৎসবে ৪৮টি দেশের ২৪০টি সিনেমা প্রদর্শিত হবে। তবে সেখানে নেই বাংলাদেশের কোনো সিনেমা। বিচারকের দায়িত্ব পালনের পাশাপাশি ২০ জানুয়ারি ওয়ার্ল্ড সিনেমা অ্যান্ড উইমেন ফিল্মমেকারস শিরোনামের একটি সেমিনারে অংশ নেবেন সোহানা সাবা। সেখানে সিনেমা নিয়ে কথা বলবেন তিনি। সেমিনারে আরও উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের নির্মাতা নিরা জাভেরি এবং স্পেনের নির্মাতা অ্যানটোনিও রদ্রিগেজ কাবাল।

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ওসমান হাদির মৃত্যু: শিল্পী-নির্মাতাদের উদ্বেগ ও শোক প্রকাশ

বিশ্বনন্দিত চীনা ধারাবাহিক এবার বাংলায়

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

শিল্পকলায় নাট্যতীর্থের আয়োজনে ‘নবীন প্রবীণ নাট্যমেলা’

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস