হোম > বিনোদন

শিল্পকলায় জাবির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ‘লাইলী-মজনু’

আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটক ‘লাইলী-মজনু’। দৌলত উজির বাহরাম খাঁ বিরচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান এবং নাটকটির পালাকার রুবাইয়াৎ আহমেদ।

লাইলী-মজনুর প্রেম কাহিনির জন্ম ইরানে। তবে এর সত্যতার বিষয়ে সুনিশ্চিতভাবে কিছু জানা যায়নি। কিন্তু এরপরও হাজার বছর ধরে এই প্রেম কাহিনি প্রাসঙ্গিক। ফারসি ভাষার বেশ কয়েকজন কবি এই কাহিনি অবলম্বনে কাব্য রচনা করেছেন। এই কাব্য পাঠের অভিজ্ঞতা থেকে বাংলা ভাষার বেশ কয়েকজন কবিও বর্ণনা করেছেন এ আখ্যানের। তবে প্রাচীনত্বের দিক থেকে প্রথম বাংলা ভাষায় এই আখ্যান রচনা করেন দৌলত উজির বাহরাম খাঁ। তাঁর রচিত ‘লায়লী-মজনু’ কাব্য অবলম্বনেই রচিত হয়েছে নাটকটি। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর অভিনয়কলা শাখা ২০১৯ এর প্রযোজনায় নাটকটির নেপথ্যে মঞ্চ, সংগীত, পাণ্ডুলিপি সম্পাদনা ও নির্দেশনায় ছিলেন ইউসুফ হাসান এবং পালাকার রুবাইয়াৎ আহমেদ। এতে মূল চরিত্রে অভিনয় করছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর অভিনয়কলা শাখা ২০১৯ এর রাহাত সরকার, শফিউল্লাহ খান নিক্সন এবং সাকিনা ইসলাম ঈষিকা। 

নাটকটিতে আরও অভিনয় করছেন, নীল সরকার অসীম, সাজিদ উচ্ছ্বাস, কৃষ্ণা সজ্জন পূজা, মোক্তাফী রওনক ঐতৃজা, রেফাত হাসান সৈকত, ফয়সাল আবির, অন্তরা সাহা লাকি, নূর-ই-নাজনীন (তমা), তানভীর পালোয়ান অপূর্ব, মীম সুলতানা দোলা, আবির হাসান, ইগিমি চাকমা, নির্ঝর অধিকারি ও প্রশান্ত প্রসাদ স্বর্ণকার। 

আলোক পরিকল্পনায় ছিলেন অম্লান বিশ্বাস। আলোক প্রক্ষেপণ সিদ্দিকুর রহমান ও রাকিবুল ইসলাম রাসেল। পোশাক পরিকল্পনায় ছিলেন শাহিনুর আক্তার। প্রীতি অঙ্গ রচনা নূর-ই-নাজনীন বৃষ্টি ও জয়ন্ত ত্রিপুরা। কোরিওগ্রাফি কৃষ্ণা সজ্জন পূজা। সেট নির্মাণ ও প্রপস তুষার ধর ও শহিদ মৃধা। মঞ্চ ব্যবস্থাপনা শফিউল্লাহ খান নিক্সন।

শিল্পকলায় নাট্যতীর্থের আয়োজনে ‘নবীন প্রবীণ নাট্যমেলা’

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

অবলোকন নাট্যদলের নতুন নাটক ‘গন্ধসূত্র’

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’