হোম > বিনোদন > গান

এ আর রহমানের পর বেজ গিটারিস্ট মোহিনীর বিচ্ছেদের ঘোষণা

অনলাইন ডেস্ক

মোহিনী দে ও এ আর রহমান। ছবি: সংগৃহীত

বিনোদন জগতে একের পর এক বিচ্ছেদের খবর। ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে সম্প্রতি এ আর রহমান এবং তার স্ত্রী সাইরা বানু বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। এই খবরের রেশ কাটতে না কাটতেই রহমানের ব্যান্ডের বিখ্যাত বেজ গিটারিস্ট ও সহকর্মী মোহিনী দে তাঁর স্বামী স্যাক্সোফোনিস্ট মার্ক হার্টসাচের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন।

২৯ বছরের মোহিনী দে, ভারতের একজন প্রতিভাবান বেজিস্ট। এ ছাড়া তিনি জেসন রিচার্ডসন, জাকির হুসেন, উইলো স্মিথ, শিবামনি, জর্ডান রুডেস এবং স্টিভ ভাই–এর মতো বিখ্যাত শিল্পীর সঙ্গেও কাজ করেছেন। এ আর রহমানের সঙ্গে ‘গানবাংলা উইন্ড অব চেঞ্জ’ এবং ‘কোক স্টুডিও’ ছাড়াও দেশে–বিদেশে প্রায় ৪০টি শো–তে পারফর্ম করেছেন তিনি। ২০২৩ সালের আগস্ট মাসে নিজের অ্যালবাম প্রকাশ করেছেন।

মোহিনী ইনস্টাগ্রামে পোস্ট করেন, ‘আমার প্রিয় বন্ধু, পরিবার এবং অনুরাগীরা, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে মার্ক এবং আমি পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমরা এখনো ভালো বন্ধু, কিন্তু আমাদের জীবনের চাহিদাগুলো ভিন্ন হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত আমাদের জন্য প্রয়োজনীয় ছিল। আমরা একসঙ্গে বিভিন্ন প্রকল্পে কাজ চালিয়ে যাব, যেমন “মামোগি” এবং “মোহিনী দে গ্রুপ”। আমাদের কাজের সম্পর্ক আগের মতোই থাকবে।’

মোহিনী ভক্তদের কাছে অনুরোধ করে বলেন, ‘এই কঠিন সময়ে আমাদের সিদ্ধান্তকে সম্মান করুন এবং নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকুন।’

এই খবর জানার পর সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন রেডিট ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন, ‘রহমান এবং তাঁর টিম হয়তো ডিভোর্স ল’ইয়ারের সঙ্গে পুরো রাত কাটিয়েছেন!’

মোহিনী পোস্টের কমেন্ট সেকশন বন্ধ রাখলেও কটাক্ষে ভরিয়েছেন নেটিজেনরা। একজন লেখেন, ‘এবার রহমান আর মোহিনী একসঙ্গে নতুন বিয়ের ঘোষণা করলেও আমি অবাক হব না!’

সুযোগ থাকলে ‘পদাতিক’ যেন দেশের হলে মুক্তি দেওয়া হয়

শিল্পকলায় ‘মার্ক্স ইন সোহো’র দুই প্রদর্শনী

সমাপনী দিনে ঢাকা উৎসবে থাকছে যেসব সিনেমা

সাইফ আলী খানের ওপর হামলা ঘিরে কিছু প্রশ্ন

এবার প্রকাশ্যে এল সাইফের ওপর হামলাকারীর দ্বিতীয় ভিডিও

জয়পুর চলচ্চিত্র উৎসবের বিচারক সোহানা সাবা

শিল্পকলায় ‘প্রেরণা’র ১৯তম প্রদর্শনী

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

১০ বছর পর ফিরলেন ডিয়াজ

এ সপ্তাহে যা দেখবেন ওটিটিতে

সেকশন